ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১৫ নভেম্বর ২০২১

 ◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Rice Blast Fungus' কোন রাজ্যে দেখা গেল - কেরালা।

◾বিশ্বের সবথেকে বড় Solar Power Park তৈরী হল রাজস্থানের Bhadla তে।

  • রাজস্থানের রাজধানী- জয়পুর।
  • রাজ্যপাল- কালরাজ মিশ্র।
  • মুখ্যমন্ত্রী- অশোক গেহলট।
  • জনসংখ্যা- ৬.৮৯ কোটি।

◾৩ দিনের International Petroleum Exhibition & Conference 2021 অনুষ্টিত হল সংযুক্ত আরব আমিরশাহি তে।

◾সম্প্রতি হসপিটল ও টুরিজম ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালি বানাতে IRCTC এর সাথে MoU স্বাক্ষর করল কেন্দ্রীয় টুরিজম মন্ত্রনালয়।

  • IRCTC এর চেয়ারম্যান - রজনি হাসিজা।
  • সদরদপ্তর- নতুন দিল্লি।

◾সম্প্রতি  ভারতের 'General Of Indian Army'  Rank এর সন্মান পেলেন নেপালের আর্মি চিফ জেনারেল Prabhu Ram Sharma.

  • নেপালের রাজধানী - কাঠমুন্ডু।
  • মুদ্রা- নেপালিজ রুপি।
  • রাস্ট্রপতি- বিদ্যা দেবী ভান্ডারি।

◾সম্প্রতি e-NAM ( National Agriculture Market)  চালু করল কোন ব্যাঙ্ক - HDFC

  • HDFC ব্যাঙ্কের MD & CEO - Sashidhar Jagdishan
  • সদরদপ্তর- মুম্বাই
  • প্রতিষ্টিত- ১৯৯৪

◾সম্প্রতি রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন PC Mody.

◾সম্প্রতি প্রয়াত হলেন বিশিষ্ট লেখক, ইতিহাসবিদ Babasaheb Purandare.

National Cricket Academy এর প্রধান নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার VVS Laxman.

◾সম্প্রতি Bhagwan Birsa Munda Museum কোন রাজ্যে উদ্বোধন হল - ঝাড়খন্ডের রাঁচি তে।