◾প্রকাশিত হলো ফোর্বস্ বিলিয়নিয়র ২০২২ লিস্ট। প্রথম স্থানে ইলন মাস্ক ($219 billion)।
- দ্বিতীয় স্থানে আমাজন চিফ জেফ বেজস ($171billion)।
- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ($100.1 billion) একমাত্র ভারতীয় হিসেবে প্রথম দশে জায়গা করে নিলেন।
◾প্রতি বছর ৬ এপ্রিল পালিত হয় 'International Day of Sport for Development and Peace'।
- এবছরের থিম- Securing a Sustainable and Peaceful Future for All: The Contribution of Sport'।
◾ সম্প্রতি বাংলাদেশের সাথে ভারতের কোন কোম্পানী অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করল - আদানি গ্রুপ।
◾সম্প্রতি টুইটারের বোর্ড অফ ডিরেক্টের এ যোগ দিলেন ইলন মাস্ক(Elon Mask)।
- টুইটারের CEO - পরাগ আগরওয়াল
- প্রতিষ্টিত - ২০০৬
- সদরদপ্তর- সানফ্রানসিসকো, আমেরিকা
◾নতুন আর্মি চিফ হতে চলেছেন ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল মনোজ পান্ডে।
◾সম্প্রতি সংসদে জারি হলো 'Accountancy Bill 2022'।
◾সম্প্রতি 'বিরসা-মুন্ডা: জন জাতীয় নায়ক' নামের একটি বই প্রকাশ করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
◾প্রয়াত হলেন অস্কার জয়ী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জন জারিটস্কি (John Zaritsky)।
◾সম্প্রতি 'স্কুল চলো অভিযান' চালু হল উত্তরপ্রদেশে।
◾চায়না প্রকাশ করল বিশ্বের বৃহত্তম ইলেক্ট্রিক Cruise Ship, যেটির নাম 'Yangtze River Three Gorges 1'
- চায়নার রাস্ট্রপতি - Xi Jinping
- রাজধানী - বেজিং
- মুদ্রা- Chinese Yuan Renminbi
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Kaaval Uthavi' অ্যাপ টি লঞ্চ করেছে তামিলনাড়ু সরকার।
- ইমার্জেন্সী পরিস্থিতিতে জনগন এই অ্যাপের মাধ্যমে সরকারে সাহয্য পাবে।
◾দিল্লি মেট্রো রেলওয়ের ম্যানেজিং ডিরেক্টর( MD) পদে নিযুক্ত হলেন বিকাশ কুমার।
◾'কাশ্মীর ফাইলস' ছবিটির জন্য পরিচালক বিবেক অগ্নিহোত্রী কে সম্মানিত করলো 'Ohio State Senate'।