পিএসসি বিগত ১৫ বছরের ভূগোল প্রশ্ন সলভ - পর্ব ২

◾জনসংখ্যার বিচারে বৃহত্তম রাজ্য কোনটি - উত্তরপ্রদেশ।

◾'পঞ্চনদের দেশ' নামে পরিচিত কোন রাজ্য - পাঞ্জাব।

◾ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য কোনটি - পশ্চিমবঙ্গ।

◾ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি - ডিগবয়

◾ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি - পশ্চিমবঙ্গ।

◾টোডা নামক উপজাতি কোথায় বাস করে - নীলগিরি পর্বত।

◾পশ্চিম ভারতে কৃষ্ণ মৃত্তিকা কে কি বলা হয় - রেগুড়।

◾নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট জলাশয় কোন নদীর উপর তৈরী করা হয়েছে - কৃষ্ণা।

◾শাল কি ধরনের বৃক্ষ - পর্ণমোচী।

◾ভারতে সবুজ বিপ্লব প্রথম কোথায় শুরু হয় - গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চল গুলিতে।

◾নর্মদা নদী কি ধরনের ভূমিরুপের মধ্যে দিয়ে প্রবাহিত হয় - চ্যুতি।

◾ভারতে সর্বনিন্ম লিঙ্গানুপাত কোন রাজ্য পাওয়া যায় - হরিয়ানা।

◾বঙ্গোপোসাগরে ঘুর্নিঝড় কোন মানচিত্রের সাহয্যে বিশ্লেষন করা হয় - টোপোগ্রাফিক্যাল।

◾ডানকান প্রনালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত - ক্ষুদ্র আন্দামান ও নিকোবর।

◾'মরুস্থলী' কোন রাজ্যে অবস্থিত - রাজস্থান।

ভূগোল সলভ পর্ব ১ 

Topic : Geography GK, WBPSC Preparation, WBPSC Job Preparation.