◾World Art Day পালিত হল ১৫ এপ্রিল তারিখে।
◾Universal Day Of Culture পালিত হয় প্রতি বছর ১৫ এপ্রিল তারিখে।
◾১৫ এপ্রিল 'Good Friday' পালিত হলো।
- এই দিনটিকে যিশু খ্রিস্টেকে ক্রুশবিদ্ধ এবং তার মৃত্যুর দিনটিকে স্মরণ করে পালন করা হয়।
◾সম্প্রতি PMs' Museum এর অফিসিয়াল ডিজিটাল পেমেন্ট পার্টনার হল 'Paytm'।
- Paytm এর CEO - বিজয় শেখর শর্মা।
- প্রতিষ্টিত - ২০১০
- সদরদপ্তর- নয়ডা, উত্তরপ্রদেশ।
◾সম্প্রতি ডঃ বি আর আম্বেদকর পুরস্কার প্রদান করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'E5 Shinkansen Series Train' হল বুলেট ট্রেন যেগুলি জাপান ভারত কে পাঠিয়েছে।
- এই বুলেট ট্রেন তৈরী করেছে Hitachi ও Kawasaki কোম্পানী।
- এই ট্রেনের গতিবেগ - ৩২০ কিমি/ঘন্টা।
◾সম্প্রতি কোন ব্যাঙ্ক ১২৮ তম প্রতিষ্টতা দিবস পালন করল - পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
- PNB এর CEO & MD - অতুল কুমার গোয়েল।
- প্রতিষ্টিত - ১৮৯৪
- সদরদপ্তর- নতুন দিল্লি।
◾'Tree City Of World- 2021' হিসেবে চিহ্নিত হল হায়দ্রাবাদ ও মুম্বাই শহর।
◾IPGA(Indian Pulses and Grains Association) এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিমল কোঠারি।
◾Tata Digital এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন N Chandrasekaran।
◾'Reykjavik Open Chess Tournament 2022' জিতলো ভারতীয় কিশোর গ্র্যান্ড মাস্টার R Pragganandhaa।
◾International Award for Leprosy, 2021 প্রদান করলেন ভারতের উপরাষ্ট্রপতি M Venkaiah Naidu।
◾সম্প্রতি 'Hear Yourself' নতুন প্রকাশিত বইটির লেখক হলেন প্রেম রাওত।