◾১৪ এপ্রিল মহাবীর জয়ন্তী উদযাপন করা হয়।
- মহাবীর জৈন ধর্মের প্রবর্তক।
- জন্ম- কুন্ডলগ্রাম , বিহার
- কৈবল্য- পাভ
- মৃত্যু- পাভাপুরি
- তিনি ২৪তম ও শেষ তির্থাঙ্কর।
◾১৪ এপ্রিল ড: বি আর আম্বেদকরের ১৩১তম জন্মবার্ষিকী পালিত হলো ভারতে।
- জন্ম- ১৮৯১ সালের ১৪ এপ্রিল।
- তিনি 'সংবিধানের জনক' হিসেবে পরিচিত।
- তিনি 'Finance Commission of India'র প্রতিষ্ঠা করেন।
◾NCM (National Commission for Minorities) এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত পাঞ্জাব ক্যাডার IPS Iqbal Singh Lalpura।
◾LlOYD এর দ্বারা EIM( Eastern India Markets) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
◾QuEST এর অধীনে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো IIT Hyderabad এ।
◾Airports Council International ( ACI) দ্বারা প্রকাশিত তালিকা অনুসারে বিশ্বের সবথেকে ব্যস্ততম এয়ারপোর্ট হল - আমেরিকার ATLANTA GA
- দ্বিতীয় স্থানে আছে - DALLAS/FORT WORTH TX ( USA).
◾SKOCH Award 2022 জিতল National Mineral Development Corporation (NMDC).
- SKOCH Summit 2022 অনুষ্টিত হল নতুন দিল্লিতে।
- এবছরের থিম - 'State Of BFSI & PSUs'
- NMDC এর চেয়াম্যান ও ম্যানেজিং ডিরেক্টর - সুমিত দেব।
- NMDC এর সদরদপ্তর- হায়দ্রাবাদ।
◾ভারতের প্রথম Community Museum তৈরি হল লাদাখের Gya-Sasoma গ্রামে।
◾সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) ৫৫১ কোটি টাকা লোন দিল নাগাল্যান্ডের Urban Development প্রজেক্টে।
- ADB এর প্রেসিডেন্ট - Masatsugu Asakawa
- সদরদপ্তর- Manila, Philippines
◾EY Entrepreneur Of The Year Award 2021 পেল ফাল্গুনী নায়ার।
- তিনি Nykaa কোম্পানীর প্রতিষ্টতা ও CEO
◾সম্প্রতি 'Him Prahari' স্কিম চালু করল উত্তরাখন্ড সরকার।