ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১৪ এপ্রিল ২০২২

 ◾১৪ এপ্রিল মহাবীর জয়ন্তী উদযাপন করা হয়।

  • মহাবীর জৈন ধর্মের প্রবর্তক।
  • জন্ম- কুন্ডলগ্রাম , বিহার
  • কৈবল্য- পাভ
  • মৃত্যু- পাভাপুরি
  • তিনি ২৪তম ও শেষ তির্থাঙ্কর।

◾১৪ এপ্রিল ড: বি আর আম্বেদকরের ১৩১তম জন্মবার্ষিকী পালিত হলো ভারতে।

  • জন্ম- ১৮৯১ সালের ১৪ এপ্রিল।
  • তিনি 'সংবিধানের জনক' হিসেবে পরিচিত।
  • তিনি 'Finance Commission of India'র প্রতিষ্ঠা করেন।

NCM (National Commission for Minorities) এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত পাঞ্জাব ক্যাডার IPS Iqbal Singh Lalpura

LlOYD এর দ্বারা EIM( Eastern India Markets) এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

QuEST এর অধীনে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো IIT Hyderabad এ।

Airports Council International ( ACI) দ্বারা প্রকাশিত তালিকা অনুসারে বিশ্বের সবথেকে ব্যস্ততম এয়ারপোর্ট হল - আমেরিকার ATLANTA GA

  • দ্বিতীয় স্থানে আছে - DALLAS/FORT WORTH TX ( USA).

SKOCH Award 2022 জিতল National Mineral Development Corporation (NMDC).

  • SKOCH Summit 2022 অনুষ্টিত হল নতুন দিল্লিতে।
  • এবছরের থিম - 'State Of BFSI & PSUs'
  • NMDC এর চেয়াম্যান ও ম্যানেজিং ডিরেক্টর - সুমিত দেব।
  • NMDC এর সদরদপ্তর- হায়দ্রাবাদ।

◾ভারতের প্রথম Community Museum তৈরি হল লাদাখের Gya-Sasoma গ্রামে।

◾সম্প্রতি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) ৫৫১ কোটি টাকা লোন দিল নাগাল্যান্ডের Urban Development প্রজেক্টে। 

  • ADB এর প্রেসিডেন্ট - Masatsugu Asakawa
  • সদরদপ্তর- Manila, Philippines

EY Entrepreneur Of The Year Award 2021 পেল ফাল্গুনী নায়ার।

  • তিনি Nykaa কোম্পানীর প্রতিষ্টতা ও CEO

◾সম্প্রতি 'Him Prahari' স্কিম চালু করল উত্তরাখন্ড সরকার।