◾World Voice Day পালিত হল ১৬ এপ্রিল তারিখে।
◾International Gandhi Award For Leprosy 2021 পেল Dr. Bhushan Kumar এবং Sahyog Kushtha Yagna Trust.
◾সম্প্রতি ইজরায়েল নতুন লেসার মিসাইল ডিফেন্স সিস্টেম 'Iron Beam' সাফল্যের সাথে পরীক্ষা করল।
- ইজরায়েলের প্রধানমন্ত্রী- নাফতালি বেনেট।
- মুদ্রা - ইজরায়েলি শেকেল।
◾সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিল নিউজিল্যান্ডের পেস বোলার হামিশ বেনেট।
◾2023 Men's Hokey World Cup অনুষ্টিত হবে ভারতের ওড়িশায়।
- বিশ্বকাপের নতুন লোগো প্রকাশ করল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টানায়েক।
- ওড়িশা প্রথম রাজ্য, যেখানে পর পর ২ বার পুরুষ হকি বিশ্বকাপের আয়োজন করল।
◾সম্প্রতি মাইগ্রেশন ট্রাকিং সিস্টেম তৈরী করল মহারাস্ট্র সরকার।
- মহারাস্ট্রের রাজধানী - মুম্বই।
- রাজ্যপাল - ভাগত সিং কোশয়ারি।
- মুখ্যমন্ত্রী- উদ্ধব ঠাকরে।
- জনসংখ্যা - ১১.৪২ কোটি
◾'Intregation Day' পালন করবে কর্নাটক সরকার, ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।
- Sri Siddalinga Swami এর জন্মবার্ষিকী স্মরনে এই দিন পালিত হবে।
◾সম্প্রতি প্রয়াত হলেন বিশিষ্ট ডাক্তার বৈদ্যনাথ চক্রবর্তী।