ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১৭ এপ্রিল ২০২২

 ◾Wold Hemophilia Day পালিত হয় প্রতি বছর ১৭ এপ্রিল তারিখে।

◾সম্প্রতি পাঞ্জাবে ৩০০ ইউনিট অবধি ইলেক্ট্রিক বিল ফ্রী করে দেওয়া হল।

  • পাঞ্জাবের রাজধানী - চন্ডীগড়
  • রাজ্যপাল - বানওয়ারিলাল পুরোহিত।
  • মুখ্যমন্ত্রী- Bhagwant Mann.
  • জনসংখ্যা - ২.৮ কোটি।

◾ঊড়িষ্যায় চালু হতে চলেছে 'Skill India International Centre'

◾ডিরেক্টর হিসেবে রেণু কর্নডের পুনর্নিযুক্তিকরণের অনুমোদন দিল HDFC ব্যাঙ্ক।

  • HDFC ব্যাঙ্কের CEO - শশীধর জাগদীসান।
  • সদরদপ্তর- মুম্বাই।
  • প্রতিষ্টিত - ১৯৯৪।

◾জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ জিতলো তামিলনাড়ু।

  • তামিলনাড়ু রাজ্য প্রানী - Nilgiri Tahr
  • রাজ্য পাখি - Emerald Dove

ICC Cricket Committee'র মেম্বার বোর্ড রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত হলেন BCCI সেক্রেটারি জয় শাহ।

  • ICC এর চেয়ারম্যান - Greg Barclay
  • CEO - Geoff Allardice
  • সদরদপ্তর - দুবাই।
  • প্রতিষ্টিত - ১৯০৯

◾১৮৩ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীর বুকে ফিরে এলো চায়নার তিন মহাকাশচারী 'Zhai Zhigang', 'Wang Yaping','Ye Guangfu'

'Danish Open Swimming Meet' এ রৌপ্য পদক জিতলো 'বেদান্ত মাধবন'।

Malcom Adiseshiah Award 2022 এর জন্য নির্বাচিত হলেন প্রভাত পট্টনায়ক।

  • তিনি হলেন একজন ইকোনোমিস্ট।

◾সম্প্রতি ১২৫ ইউনিট ইলেকট্রিক বিল ফ্রী ঘোষনা করল হিমাচল প্রদেশ সরকার।

  • হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী- জয়রাম ঠাকুর।

◾সম্প্রতি ১০৮ ফুটের লর্ড হনুমান স্ট্যাচু উন্মোচন হল গুজরাটের Morbi তে। 

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লর্ড হনুমান মুর্তির উন্মোচন করেন।