◾ভারতে প্রতি বছর ৫ এপ্রিল 'National Maritime Day' হিসেবে পালিত হয়।
◾০৩ এপ্রিল ২০২২ অনুষ্ঠিত হলো ২০২২ গ্র্যামি অ্যাওয়ার্ডস্।
- অ্যালবাম অফ দ্য ইয়ার- 'We are' ( By Jon Batiste)
- সেরা Children's Music Album জিতলেন ভারতীয়-আমেরিকান গায়িকা ফাল্গুনি শাহ।
◾সম্প্রতি ১৩ টি নতুন জেলা নিয়ে ম্যাপ প্রকাশ করল কোন রাজ্য- অন্ধ্র প্রদেশ।
- অন্ধ্রপ্রদেশের রাজধানী - অমরাবতী
- রাজ্যপাল - বিশ্বভূষন হরিচন্দন
- মুখ্যমন্ত্রী- জগন মোহন রেড্ডি।
◾হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম বারের জন্য নির্বাচিত হলেন ভিক্টর অর্বান (Victor Orban)।
- হাঙ্গেরির রাজধানী- বুদাপেস্ট।
- রাস্ট্রপতি - Janos Ader
- হাঙ্গেরির মুদ্রা - ফোরিন্ট।
◾সম্প্রতি ব্রডকাস্ট সেবা পোর্টাল (Broadcast Seva Portal) চালু করলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
◾Chameli Devi Jain Award 2021 জিতলেন সাংবাদিক Arefa Johari.
◾সার্বিয়ার রাস্ট্রপতি নির্বাচিত হলেন Aleksandar Vucic.
- সার্বিয়ার রাজধানী - বেলগ্রেড
- মুদ্রা - সার্বিয়ান দিনার।
- জনসংখ্যা- ৬৯.১ লাখ।
◾ভারতের নতুন বিদেশ সচিব হলেন Vinay Mohan Kwatra.
◾সম্প্রতি অনুষ্টিত 'গাঙ্গুর মেলা' কোন রাজ্যের প্রধান একটি উৎসব - রাজস্থান।
◾পৃথিবী থেকে ১৭০০০ আলোকবর্ষ দূরে খোঁজ পাওয়া গেল বৃহস্পতি গ্রহের যমজ গ্রহের।
Topic: Bengali Current Affairs, Daily Bengali Current Affairs, Competitive Exam Current Affairs