পিএসসি বিগত ১৫ বছরের ইতিহাস প্রশ্ন সলভ - পর্ব ২

◾বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময়ে ঘটেছিল - লর্ড রিপন।

◾অধীনতা মূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন - লর্ড ওয়েলেসলি।

◾১৯২০ সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন - গান্ধিজি। 

◾পূর্ন স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল - ১৯৩০ সালের ২৬ জানুয়ারী।

◾হরিজন পত্রিকা কে সম্পাদনা করেছিলেন - মহাত্মা গান্ধী। 

◾দিল্লির কোন সুলতান তার প্রজাদের ২৪ প্রকার করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন - ফিরোজ তুঘলক।

◾কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন - সংষ্কৃত।

◾সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন - ঈশ্বর গুপ্ত। 

◾ভারত বর্ষে দাস বংশের প্রতিষ্ঠতা কে করেন - কতুবুদ্দিন আইবক।

◾দীন -ইলাহি এর প্রবক্তা কে - আকবর।

◾কে ইস্ট ইন্ডিয়া কোম্পানী কে দেওয়ানি অধিকার দিয়েছিলেন - ফারুকশিয়র।

◾ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় - সমুদ্রগুপ্ত। 

◾কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় - ১৯৩১

◾শেষ জৈন তীর্থংকর কে ছিলেন - মহাবীর।

◾১৯৪১ খ্রি: সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী কে স্থাপন করেছিলেন - রাসবিহারী বসু।

◾অর্থশাস্ত্রের রচয়িতা কে - কৌটিল্য।

◾কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন - শামসউদ্দিন ইলিয়াস শাহ।

◾কে বলেছিলেন 'স্বরাজ আমাদের জন্মগত অধিকার' - বাল গঙ্গাধর তিলক

◾১৯২৫ সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রসের সভাপতি হন - সরোজিনী নাইডু।

◾মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমান দের কাছে 'জিন্দিপীর' ছিলেন - আকবর।

 ইতিহাস সলভ পর্ব ১

Topic: History GK, WBPSC Preparation, WBPSC History GK Solve, Job Preparation