◾'যোগা মহোৎসব ২০২২' অনুষ্টিত হল নতুন দিল্লির রেড ফোর্টে।
- এটি আয়োজন করেছে Ministry Of Ayush.
◾সম্প্রতি World Bank এবং AIIB ৭,৫০০ কোটি টাকা 'Mission School Of Excellence Project' এর জন্যে লোন দিল গুজরাট কে।
- গুজরাটের রাজধানী - গান্ধিনগর।
- রাজ্যপাল - Acharya Devvrat
- মুখ্যমন্ত্রী- ভুপেন্দ্রভাই প্যাটেল।
- জনসংখ্যা - ৬.২৭ কোটি।
◾সম্প্রতি প্রকাশিত 'Not Just A Nightwatchman: My Innings With BCCI' নতুন বইটি লিখেছেন Vinod Rai.
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'AVSAR' স্কিম লঞ্চ করল কোন সংস্থা - এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া ( AAI)
◾ 57th CRPF Valor Day 2022 পালিত হল ৯ এপ্রিল তারিখে।
- গুজরাটের রন অফ কচ এর সরদার পোস্টের যুদ্ধের স্মৃতিতে ভারতে প্রতি বছর পালিত হয়।
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Gaofen - 3 03' হল স্যাটেলাইট, যেদি লঞ্চ করেছে চায়না।
- এটি পৃথিবী নিরীক্ষণ করার একটি স্যাটেলাইট।
◾Indian Institute Of Astrophysics (IIA) এর বিজ্ঞানী রা সম্প্রতি নতুন একটি গ্যালাক্সি এর সন্ধান করেছেন। গ্যালাক্সি টির নাম UVIT J2022.
- IIA এর সদরদপ্তর- ব্যাঙ্গালুরু।
- ডিরেক্টর- Annapurni Subramaniam.
- প্রতিষ্টিত - ১৯৭১
◾সম্প্রতি NTPC, 2500-MW সোলার পাওয়ার পার্ক তৈরী করছে মহারাস্ট্রে।
- NTPC এর CMD - গুরদীপ সিং।
◾NSS IIT (National Service Scheme Indian Institute of Technology), Roorke তে ৮ এপ্রিল অনুষ্ঠিত হলো 'Sustainability Conclave 2022'।
- এবছরের থিম- Yearning for viability'।
◾International Booker Prize এর জন্য তালিকাভুক্ত হলো লেখিকা গীতাঞ্জলি শ্রীর 'Tomb of Sand'। বইটিকে ইংরেজিতে অনুবাদ করেছেন Daisy Rockwell।
◾সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারক হিসেবে 'Ketanji Brown' এর নাম নিশ্চিত করলো US সিনেট।
◾APMEA ( Asia, Pacific, Middle East and Africa)'র চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে 'Anis Chenchah' কে নিযুক্ত করলো Wipro।
আরও কিছু নিউজ :
◾দিদি Lavanya Jadon কে হারিয়ে ১১তম DGC Ladies Open Amateur Golf Championship জিতে নিলেন 'Riya Jadon'।
◾পৃথিবী পর্যবেক্ষণের জন্য Juiquan Satellite Launch Center থেকে নয়া সেট্যালাইট 'Gaofen-303' লঞ্চ করলো চীন।
◾৯ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে 'সঙ্গীত নাট্য আকাদেমি পুরস্কার'।
◾National Education Policy (NEP) 2022 এর তদারকির জন্য ১০ সদস্যের কমিটি গঠন করলো পশ্চিমবঙ্গ সরকার।