বিভিন্ন ফসল উৎপাদনে প্রথম রাজ্য গুলি -
◾ধান - পশ্চিমবঙ্গ।
◾পাট - পশ্চিমবঙ্গ।
◾গম - উত্তরপ্রদেশ।
◾বজরা - রাজস্থান।
◾জোয়ার - মহারাস্ট্র।
◾ভুট্টা - অন্ধ্রপ্রদেশ।
◾ডাল - মধ্যপ্রদেশ।
◾সামগ্রিক শস্য উৎপাদনে - উত্তরপ্রদেশ।
বিভিন্ন অর্থকরী ফসল উৎপাদনে প্রথম রাজ্য -
◾আখ - উত্তরপ্রদেশ।
◾তুলা - গুজরাট।
◾কফি - কর্নাটক।
◾চা - আসাম।
◾সিল্ক - কর্নাটক।
◾রাবার - কেরালা
◾তামাক - অন্ধ্রপ্রদেশ।
বিভিন্ন তৈলবীজ উৎপাদনে প্রথম রাজ্য -
◾চিনাবাদাম - গুজরাট
◾সয়াবিন - মধ্যপ্রদেশ
◾সরিষা - রাজস্থান।
◾সূর্যমুখী - কর্নাটক।
◾সামগ্রিক মোট তৈলবীজ উৎপাদন - মধ্যপ্রদেশ।
বিভিন্ন ফল উৎপাদনে প্রথম রাজ্য গুলি -
◾কলা - তামিলনাড়ু।
◾পেয়ারা - মধ্যপ্রদেশ।
◾আঙ্গুর - মহারাস্ট্র।
◾আপেল - জন্মু ও কাশ্মীর।
◾কমলা - পাঞ্জাব
◾লিচু - বিহার
◾আম - উত্তরপ্রদেশ।
◾মোসাম্বি - মহারাস্ট্র।
◾পেঁপে - অন্ধ্রপ্রদেশ।
◾আনারশ - কর্নাটক।
◾ডালিম - মহারাস্ট্র।
◾সুপারি বাদাম - কর্নাটক।
ডাউনলোড পিডিএফ - ক্লিক করুন।