ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১ এপ্রিল ২০২২

 ◾ওড়িশা ডে বা, Utkal Divas অনুষ্টিত হয় ১ এপ্রিল তারিখে। 

1st IONS Maritime Exercise 2022 ( IMEX - 22) অনুষ্টিত হল গোয়াতে। 

  • প্রথম পর্যায়ের IMEX -22 অনুষ্টিত হয় Mormugao পোর্টে। এবং দ্বিতীয় পর্যায় অনুষ্টিত হয় আরব সাগরে।

◾মালটার প্রধান মন্ত্রী হিসেবে দ্বিতীয় বারের জন্যে নির্বাচিত হলেন Robert Abela.

  • মালটা'র রাস্ট্রপতি - Dr George Vella
  • মুদ্রা- ইউরো
  • রাজধানী - Valleta

International Transgender Day Of Visibility পালিত হল ৩১ মার্চ তারিখে।

Payment Council Of India ( PCI)  এর চেয়ারম্যান নির্বাচিত হলেন Vishwas Patel.

Forest Research Institute এর ডিরেক্টর পদে নিয়োগ হলেন IFS অফিসার রেনু সিং। 

  • তিনি FRI এর দ্বিতীয় মহিলা ডিরেক্টর হলেন। প্রথম মহিলা ডিরেক্টর সবিতা। 

◾২০ তম ভারত - ফ্রান্স Bilateral Naval Exercise 'VARUNA-2022' অনুষ্টিত হবে আরব সাগরে।

  • ফ্রান্সের রাজধানী - প্যারিস।
  • রাস্ট্রপতি - Emmanuel Macron
  • মুদ্রা - ইউরো।

BBC Indian Sportswoman Of The Year 2021 পুরস্কার পেলেন মীরাবাঈ চানু।

  • এটি তার ৩য় পুরস্কার।
  • মীরাবাঈ চানু অলিম্পিকে ভারোত্তোলন বিভাগে রুপোর পদক পান। 

◾সম্প্রতি Global Water চুক্তি স্বাক্ষর করল ভারত ও নেদারল্যান্ড। 

Saudi Arabian GP 2022 চ্যাম্পিয়ন হলেন Max Verstappen.

  • Max Versrappen নেদারল্যান্ডের ফর্মুলা ওয়ান রেসার। 
  • মোট ২১ গ্রান্ড প্রিক্স জিতেছেন তিনি।

Topic: WBCS Current Affairs, Daily Current Affairs, Current Affairs GK