ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২ এপ্রিল ২০২২

 ◾ World Autism Awareness Day পালিত হল ২ এপ্রিল তারিখে।

  • এবছরের থিম -  Inclusive Quality Education For All 

◾২ এপ্রিল তারিখে পালিত হল International Children Books Day. 

◾জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নতুন ডিরেক্টর জেনারেল পদের দায়িত্ব পেলেন ড: এস রাজু।

5th BIMSTEC Summit 2022 অনুষ্টিত হল শ্রীলঙ্কা তে।

  • এবছরের থিম -  Towards a Resilient Region, Prosperous Economies, Healthy People. 
  • BIMSTEC পুরো নাম - Bay Of Bengal Initiative For Multi- Sectoral Technical and Economic Cooperation.
  • প্রতিষ্টিত - ১৯৯৭
  • সদস্য দেশ - ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার ও থাইল্যান্ড। 

Mahindra Manulife ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের MD ও CEO হলেন Anthony Heredia. 

◾ISRO এর Chandrayana-3 ও Aditya L1 স্যাটেলাইট ট্রাক করবে ইউরোপীয় মহাকাশ সংস্থা ( ESA).

◾সম্প্রতি Mukhya Mantri Bagwani Bima Yojana চালু করল হরিয়ানা সরকার। 

  • হরিয়ানা রাজধানী - চন্ডীগড়
  • রাজ্যপাল -  Bandaru Dattatreya
  • মুখ্যমন্ত্রী- মনোহর লাল খাট্টার। 

◾"নন্দিনী ক্ষীর সমৃদ্ধি সমবায় ব্যাংক" চালু করলো কর্ণাটক সরকার।

◾ FIFA বিশ্বকাপ কাতার ২০২২ এর মাসকট ঘোষণা করা হলো "La'eeb" কে।

PharmEasy কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন আমির খান।

Economic Cooperation & Trade Agreement (ECTA) তে সাক্ষর করলো ভারত ও অস্ট্রেলিয়া।

◾ ডঃ শ্রীরাম এর লেখা নতুন বই "Crunch Time: Narendra Modi's National Security Crisis" প্রকাশিত হলো।

Topic: WBCS Current Affairs, Daily Current Affairs, Current Affairs GK