একনজরে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২

আয়োজক দেশ 
নিউজিল্যান্ড
অংশগ্রহণকারী দেশের সংখ্যা
৮ টি
চ্যাম্পিয়ন
 অস্ট্রেলিয়া
রানার্স আপ 
ইংল্যন্ড
সিরিজের সেরা খেলোয়াড় 
অ্যালিসা হেলি ( অস্ট্রেলিয়া)
সবথেকে বেশি রান  
অ্যালিসা হেলি ( ৫০৯ রান)
সবথেকে বেশি উইকেট 
Sophie Ecclestone ( ২১ টি)
ফাইনালের সেরা খেলোয়াড় 
অ্যালিসা হেলি
ফাইনাল খেলা হয় 
Hangley Oval স্টেডিয়ামে

 মনে রাখুন:

  • এটি নিয়ে মোট ৭ বার একদিনের মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।
  • ফাইনালে অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করে অ্যালিসা হেলি ( ১৭০) এবং ইংল্যন্ডের হয়ে সেঞ্চুরি করে নাট স্কিভার ( ১৪৮)। 
Topic: Current Affairs, WBCS Current Affairs, Competitive Exam