ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২৯ ও ৩০ এপ্রিল ২০২২

 ◾World Dance Day পালিত হয় প্রতি বছর ২৯ এপ্রিল তারিখে।

◾প্রতি বছর ৩০ এপ্রিল পালিত হয় World Veterinary Day.

The India Pharma Leader Of The Year 2022 পেল Cipla Ltd.

Cannes Film Festival এর জুরি মেম্বার হলে ভারতীয় বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকোন।

Semicon India Conference 2022 অনুষ্টিত হল ব্যাঙ্গালুরু তে। 

◾সম্প্রতি World Gold For Senior Scheme লঞ্চ করল ব্যাঙ্ক অব বরোদা।

  • ব্যাঙ্ক অব বরোদার সদরদপ্তর - বদোদরা।
  • প্রতিষ্টিত - ১৯০৮
  • MD ও CEO - Sanjiv Chanda.

National Commission For Schedule Castes (NCSC) এর চেয়ারপার্সন পদে নিযুক্ত হলেন - Vijay Sampla.

  • NCSC এর সদরদপ্তর - নতুন দিল্লি।
  • ভাইস চেয়ারম্যান - অরুন হালদার।

◾সম্প্রতি ডিজিটাল ইকোনমি ট্রেনিং এর জন্যে গুগুল এর সাথে MoU স্বাক্ষর করল তেলেঙ্গনা সরকার।

  • তেলেঙ্গানার রাজধানী - হায়দ্রাবাদ।
  • রাজ্যপাল - Tamilisai Soundarajan.
  • মুখ্যমন্ত্রী - K. Chandrashekar Rao

◾সম্প্রতি প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন Elvera Britto.

◾সম্প্রতি প্রয়াত হলে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বায়োলজিস্ট M. Vijayan.

  • তিনি শান্তি স্বরুপ ভাটনগর পুরস্কার ও পেয়েছিলেন।