◾World Day For Safety And Health At Work দিবস পালিত হয় প্রতিবছর ২৮ এপ্রিল তারিখে।
◾'Azadi Ki Amrit Kahaniya' ভিডিও সিরিজের জন্যে ভারত সরকার যুক্ত হল Netflix এর সাথে।
◾সম্প্রতি ভারতে এলে Mika Lintila, তিনি কোন দেশের ইকোনোমিক অ্যাফেয়ার্স মিনিস্টার - ফিনল্যান্ড।
- ফিনল্যান্ডের রাজধানী- Helsinki
- রাস্ট্রপতি - Sauli Niinisto.
- প্রধানমন্ত্রী- Sanna Marin.
◾সম্প্রতি ভারতে মেডিকেল ট্রিটমেন্ট ও টুরিজমের জন্যে Ayush Visa লঞ্চ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
◾জামতারা ভারতের প্রথম জেলা, যার প্রতি গ্রাম পঞ্চায়েতে লাইব্রেরী আছে।
- জামতারা জেলা টি ঝাড়খন্ড জেলায় অবস্থিত।
- এই জেলার জনসংখ্যা- ৮ লাখ।
- গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১১৮ টি।
◾NASSCOM এর নতুন চেয়ারপার্সন পদে নিযুক্ত হলেন Krishnan Ramanujam.
◾Future Generali India Life Insurance এর CEO ও MD পদে নিযুক্ত হলেন Bruce de Broize.
- FGILI এর সদরদপ্তর- মুম্বাই।
- প্রতিষ্টিত - ২০০৬
◾Emilia Romagna Grand Prix 2022 জিতল Max Verstappen.
◾টাইম হায়ার এডুকেশন ইমপ্যাক্ট এর রিপোর্ট অনুসারে কেন্দ্র ও রাজ্য অধীনে দেশের সেরা বিশ্ববিদ্যালয় ২০২২ হল কলকাতা বিশ্ববিদ্যালয়।