ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২৮ এপ্রিল ২০২২

World Day For Safety And Health At Work দিবস পালিত হয় প্রতিবছর ২৮ এপ্রিল তারিখে।

'Azadi Ki Amrit Kahaniya' ভিডিও সিরিজের জন্যে ভারত সরকার যুক্ত হল Netflix এর সাথে।

◾সম্প্রতি ভারতে এলে Mika Lintila, তিনি কোন দেশের ইকোনোমিক অ্যাফেয়ার্স মিনিস্টার - ফিনল্যান্ড।

  • ফিনল্যান্ডের রাজধানী- Helsinki
  • রাস্ট্রপতি - Sauli Niinisto.
  • প্রধানমন্ত্রী- Sanna Marin.

◾সম্প্রতি ভারতে মেডিকেল ট্রিটমেন্ট ও টুরিজমের জন্যে Ayush Visa লঞ্চ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

◾জামতারা ভারতের প্রথম জেলা, যার প্রতি গ্রাম পঞ্চায়েতে লাইব্রেরী আছে।

  • জামতারা জেলা টি ঝাড়খন্ড জেলায় অবস্থিত।
  • এই জেলার জনসংখ্যা- ৮ লাখ।
  • গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১১৮ টি।

NASSCOM এর নতুন চেয়ারপার্সন পদে নিযুক্ত হলেন Krishnan Ramanujam.

Future Generali India Life Insurance এর CEO ও MD পদে নিযুক্ত হলেন Bruce de Broize

  • FGILI এর সদরদপ্তর- মুম্বাই।
  • প্রতিষ্টিত - ২০০৬

Emilia Romagna Grand Prix 2022 জিতল Max Verstappen.

◾টাইম হায়ার এডুকেশন ইমপ্যাক্ট এর রিপোর্ট অনুসারে কেন্দ্র ও রাজ্য অধীনে দেশের সেরা বিশ্ববিদ্যালয় ২০২২ হল কলকাতা বিশ্ববিদ্যালয়।