◾ ১৮৫৭ - সিপাই বিদ্রোহ।
◾ ১৮৫৮ - লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় হলেন।
◾ ১৮৫৯ - নদীয়ার চৌগাছা গ্রামে নীল বিদ্রোহের সূচনা।
◾ ১৮৬১ - ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট।
◾ ১৮৬৪ - সৈয়দ আহমেদ কর্তৃক বৈজ্ঞানিক সমাজ প্রতিষ্ঠা।
◾ ১৮৬৭ - হিন্দু মেলা।
◾ ১৮৬৯ - মাহাত্মা গান্ধীর জন্ম।
◾ ১৮৭৫ - (১) থিওসফিক্যাল সােসাইটি প্রতিষ্ঠা (২) ভারতীয় লিগ প্রতিষ্ঠা।
◾ ১৮৭৬ - লর্ড লিটন প্রস্তাবিত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ।
◾ ১৮৭৮ - ভার্নাকুলার প্রেস অ্যাক্ট।
◾ ১৮৮২ - ভারতীয় শিক্ষা বিষয়ক হান্টার কমিশন।
◾ ১৮৮৩ - ইলবার্ট বিল, লর্ড রিপন প্রস্তাব।
◾ ১৮৮৪ - ইলবার্ট বিল পাস।
◾ ১৮৮৫ - ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্টতা হয়।
◾ ১৮৯৭ - স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন।
◾ ১৯০২ - বাংলার প্রথম বিপ্লব কেন্দ্র ' অনুশীলন সমিতি' গঠিত।
◾ জুলাই, ১৯০৫ - লর্ড কার্জন কর্তৃক ঘােষিত বাংলার বিভাজন।
◾ ১৬ অক্টোবর, ১৯০৫- বাংলার বিভাজন।
◾ ৩১ ডিসেম্বর, ১৯০৬ - ঢাকায় প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লিগ।
◾ ১৯০৭- সুরাটে জাতীয় কংগ্রেস দু-ভাগ।
◾ ১১ আগস্ট, ১৯০৮ - খুদিরাম বসুকে নির্বিচারে হত্যা।
◾ ১৯০৯- মিন্টো-মর্লি সংস্কারসমূহ (ভারতীয় কাউন্সিল আইন ১৯০৯ নামেও পরিচিত)।
◾ ১৯১০- ভারতীয় প্রেস আইন।
◾ ১৯১১ - বাংলার বিভাজন বাতিল।
◾ ১৯১২- কলকাতা থেকে রাজধানী দিল্লি তে স্থানন্তরিত।
◾ ১৯১৩- প্রথম ভারতীয় হিসেবে সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর 'নোবেল প্রাইজ' পান, 'গদর পার্টি' প্রতিষ্টিত হয়।
◾ ১৯১৫- মহাত্মা গান্ধী দক্ষিন আফ্রিকা থেকে ভারতে ফেরেন।
◾ এপ্রিল, ১৯১৬ - বাল গঙ্গাধর তিলক কর্তৃক হােম রুল লিগ প্রতিষ্ঠা।
◾ ডিসেম্বর, ১৯১৬ - লক্ষৌ চুক্তি (জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে চুক্তি)।
◾ ১৯১৭ - চম্পরণ সত্যাগ্রহ।
◾ ১৯১৮ - মাদ্রাজ শ্ৰম ইউনিয়ন প্রতিষ্ঠা।
◾ ১৯১৯- মন্টেগু-চেমসফোর্ড সংস্কার।
◾ ১৬ ফেব্রুয়ারি, ১৯১৯ - রাওলাট আইন পাস।।
◾ ১৩ এপ্রিল, ১৯১৯- জালিয়ানওয়ালাবাগ গণহত্যা।
◾ ১৯১৯ - ১৯২৪ - খিলাফৎ আন্দোলন শুরু মহম্মদ আলী ও শওকত আলীর নেতৃত্বে।
◾ ১৯২০-২২ - অসহযােগ আন্দোলন।
◾ ১৯২১ - মোপলা বিদ্রোহ।
◾ ৫ ফেব্রুয়ারি, ১৯২২ - চৌরি চৌরার ঘটনা।
◾ ১৯২২ সালের শেষে থেকে ১৯২৩ সালের প্রথম - স্বরাজ পার্টির প্রতিষ্ঠা।
◾ ১৯২৫ - কাকরি যড়যন্ত্র।
◾ ১৯২৭ - সাইমন কমিশনের প্রতিষ্ঠা। এবং ভারতে বেতার সম্প্রচার শুরু হল।
◾ ১৯২৮ - (১) ভগত সিংয়ের হত্যাকান্ড (২) নেহরু রিপাের্ট।
◾ ৩ ফেব্রুয়ারি, ১৯২৮- সাইমন কমিশন ভারতে আসে।
◾ ডিসেম্বর, ১৯২৯- পূর্ণ স্বরাজ ঘােষণাপত্র (লাহাের সেশন)।
◾ ৮ এপ্রিল, ১৯২৯- ভগত সিং ও বটুকেশ্বর দত্তের কেন্দ্রীয় আইন পরিষদে বােমা হামলা।
◾ ১৮ এপ্রিল, ১৯৩০ - চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।
◾ ১২ মার্চ, ১৯৩০ - ডান্ডি মার্চ থেকে শুরু হওয়া আইন অমান্য আন্দোলন।
◾ ৬ এপ্রিল, ১৯৩০ - ডান্ডি মার্চ শেষ।
◾ ৩০ নভেম্বর, ১৯৩০ - প্রথম গােল টেবিল সম্মেলন।
◾ ৫ মার্চ, ১৯৩১ - গান্ধী - আরউইন চুক্তি।
◾ ১৯৩১- দ্বিতীয় গােল টেবিল সম্মেলন।
◾ ১৯৩২ - তৃতীয় গােল টেবিল সম্মেলন।
◾ ১৯৩২ - গান্ধিজি ও আম্বেদকরের মধ্যে 'পুনা চুক্তি'।
◾ ১৯৩৫ - ভারত শাসন আইন।
◾ ২২ জুন, ১৯৩৯ - অল ইন্ডিয়া ফরােয়ার্ড ব্লক গঠিত।
◾ ১৮-২২ আগস্ট, ১৯৪০ - লর্ড লীনলিথগাে দ্বারা আগস্ট অফার।
◾ ১৯৪২ - ভারত ছাড়াে আন্দোলন।
◾ ১৯৪২ - ভারতীয় স্বাধীনতা লীগের প্রতিষ্ঠা,আজাদ হিন্দ ফৌজ গঠন।
◾ ১৯৪২ - ক্রিপস মিশন পরিকল্পনা।
◾ ১৯৪৩- বাংলায় পঞ্চাশের মন্বান্তর।
◾ ১ সেপ্টেম্বর, ১৯৪৫ - শিমলা সম্মেলনের ঘােষণা ও ওয়াবেল প্ল্যান।
◾ ১৯৪৬ - ক্লেমেন্ট এটলির উদ্যোগে মন্ত্রিপরিষদ মিশন প্রণয়ন, ক্যাবিনেট মিশনের ভারতে আগমন, এবং নৌবিদ্রোহ।
◾ জুন, ১৯৪৭ - মাউন্টব্যাটেন পরিকল্পনা।
◾ জুলাই, ১৯৪৭ - ভারতীয় স্বাধীনতা আইন।
◾ ১৫ আগস্ট, ১৯৪৭ - ভারতের স্বাধীনতা দিবস।