১। প্রতিবছর ৮ ই অক্টোবর তারিখে ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হয়।
২। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্ব ডিম দিবস ( World Egg Day) পালন করা হয়। এবছরের থিম হল - "Eggs For All : Nature's Perfect Package"
৩। নতুন দুটি টাইগার রিজার্ভ ফরেস্ট মনোনীত হল ছত্রিশগড়ে। একটি হল Guru Ghasidas National Park এবং অন্যটি Tamor Pingla Wild Life Santuary.
৪। সম্প্রতি কেরালা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নির্বাচিত হলেন বসন্ত বালাজি।
৫। সম্প্রতি ওড়িশা হাইকোর্টের ২ জন নতুন বিচারপতি হলেন Jaswant Singh এবং Arindam Sinha.
৬। সাহিত্যে ২০২১ সালের নোবেল প্রাইজ পেলেন Abdulrazak Gurnah.
৭। রসায়নে ২০২১ সালে নোবেল পুরস্কার পেলেন Benjamin List এবং Devid Macmillan.
৮। RITES এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হলেন Rahul Mithal.
৯।কেরালার প্রখ্যাত কার্টুনিস্ট Yesudasan প্রয়াত হলেন।
১০। 'Henley Passport Index 2021' তালিকায় ভারতের স্থান ৯০ তম।
Note: Follow our App Daily For Bengali current affairs, GK for WBPSC, WBP, WBSSC, RRB Group D, NTPC Exam Prepartion.