জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু তথ্য - চাকরির পরীক্ষায় ইতিহাস প্রশ্নত্তোর

প্রশ্ন
উত্তর
প্রথম সভাপতি 
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
প্রথম মুসলিম সভাপতি 
বদরুদ্দিন তৈয়াবজি
প্রথম মহিলা সভাপতি 
আনি বেসান্ত
প্রথম ভারতীয় মহিলা সভাপতি 
সরোজিনী নাইডু

প্রথম ইউরোপিয়ান সভাপতি 

জর্জ ইউল
পরাধীন ভারতের শেষ ও স্বাধীন ভারতের প্রথম সভাপতি 
জে. বি. কৃপালিনী
চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিভাজন হয় 
সুরাট অধিবেশনে ( ১৯০৭ খ্রিস্টাব্দে)
চরমপন্থী ও নরমপন্থী এবং কংগ্রেস ও মুসলিম লিগের মিলন হয় 
লখনৌ অধিবেশনে ( ১৯১৬ খ্রিস্টাব্দে)
পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয় 
লাহোর অধিবেশনে ( ১৯২৯ খ্রিস্টাব্দে)
মৌলিক অধিকারের প্রস্তাব উত্থাপিত হয় 
করাচি অধিবেশনে ( ১৯৩০ খ্রিস্টাব্দে)

“ভারত ছাড়ো” প্রস্তাব গৃহীত হয় 

বোম্বে অধিবেশনে ( ১৯৪২ খ্রিস্টাব্দে)
কংগ্রেসের ইতিহাস রচনা করেছেন 
পট্টভি সীতারামাইয়া