রাজ্য বা, কেন্দ্রের বিভিন্ন চাকরির পরীক্ষায় 'ঐতিহাসিক সন্ধি' বিষয় থেকে গুরুত্বপূর্ন সন্ধি বিষয়ক প্রশ্নত্তোর গুলি নীচে দেওয়া হল -
সন্ধি |
কাদের মধ্যে হয়েছিল |
পুরন্দর সন্ধি |
শিবাজী ও মুঘল সেনাপতি জয় সিংহ ( ১৬৬৫)। |
আলিনগরের সন্ধি |
সিরাজ উদ্দৌলা ও রবার্ট ক্লাইভ ( ১৭৫৬)। |
প্যারিসের সন্ধি |
ইংরেজ ও ফরাসীদের মধ্যে ( ১৭৬৩)। |
মাদ্রাজের সন্ধি |
হায়দার আলি ও ইংরেজ ( ১৭৬৯)। |
সলবই এর সন্ধি |
ইংরেজ ও মারাঠা ( ১৭৮২)। |
ম্যাঙ্গালোরের সন্ধি |
টিপু সুলতান ও ইংরেজ ( ১৭৮৪)। |
শ্রীরঙ্গপত্তনমের সন্ধি |
টিপু সুলতান ও ইংরেজ ( ১৭৯২)। |
বেসিনের সন্ধি |
দ্বিতীয় বাজীরাও ও লর্ড ওয়েলেসলি ( ১৮০২)। |
লাহোর চুক্তি |
রঞ্জিত সিংহ ও ইংরেজ সেনাপতি ( ১৮০৬)। |
অমৃতসর সন্ধি |
রঞ্জিত সিংহ ও ইংরেজ সেনাপতি চার্লস মেটাকাফ ( ১৮০৯)। |
সগৌলির সন্ধি |
অমর সিংহ থাপা ও ইংরেজ ( ১৮১৬)। |
লক্ষৌ চুক্তি |
কংগ্রেস ও মুসলীম লীগ ( ১৯১৬)। |
গান্ধী আরউইন চুক্তি |
মহাত্মা গান্ধী ও লর্ড আরউইন ( ১৯৩১)। |
পুনা চুক্তি |
বি.আর.আম্বেদকর ও গান্ধীজী ( ১৯৩২)। |