ভারতের প্রধান প্রধান জলপ্রপাত ও তার অবস্থান - ভূগোল জিকে প্রশ্নত্তোর

জলপ্রপাত 
যে নদীতে অবস্থিত
যোগ/জারসোপ্পা 
 সরাবতী
ইয়েনা 
 ইয়েনা নদী
পাইকারা 
পাইকারা।  
চূলিয়া 
 চম্বল
পূনসা 
চম্বল
মন্দার 
চম্বল
হুড্রু   
সুবর্নরেখা
 দশম  
 কাঞ্চী
সাদনি 
-  শঙ্খ
গৌতমধারা/ জনতা 
 রারু
ঘাগরি  
 ঘাগরি
ককোলাত 
ককোলাত
মতিঝোরা 
গঙ্গা
 গোকাক গোকাক  
 কৃষ্ণা
শিবসমুদ্রম  
 কাবেরী