প্রশ্ন |
উত্তর |
প্রথম আক্রমনকারী বিদেশী |
পারসিক |
জিজিয়া কর প্রবর্তন করেন |
আলাউদ্দিন খলজী। |
প্রথম আক্রমনকারী সম্রাট |
কাইরাস ( কুরু) |
দিল্লির প্রথম সার্বভৌম সুলতান |
কুতুব উদ্দিন আইবক। |
ইকতা প্রথা ও দোকানী মুদ্রার প্রবর্তন |
ইলতুৎমিস। |
সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা |
ইলতুৎমিস। |
বন্দেগান-ই-চাহেলাগান দল প্রতিষ্টতা |
ইলতুৎমিস। |
নিসার মুদ্রা চালু করেন |
জাহাঙ্গীর। |
জিওল মুদ্রা চালু করেন |
মহ: বিন তুঘলক। |
রেশন ব্যবস্থা ও বাজারদর নিয়ন্ত্রন করেন |
আলাউদ্দিন খলজী। |
তাম্র মুদ্রার প্রচলন করেন |
মহম্মদ বিন তুঘলক। |
জলসেচ ব্যবস্থার সুচনা |
গিয়াসউদ্দিন তুঘলক। |
ভারতে প্রথম স্বর্ন মুদ্রা প্রচলন করেন |
কুষান রা। |
বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক |
বল্লাল সেন। |
জাবতি প্রথা ও রাওয়াতওয়ারি পদ্ধতি চালু করেন |
আকবর। |
বিভিন্ন ঐতিহাসিক ঘটনা - গুরুত্বপূর্ন ইতিহাস প্রশ্নত্তোর
October 07, 2021
Tags