বিভিন্ন ঐতিহাসিক ঘটনা - গুরুত্বপূর্ন ইতিহাস প্রশ্নত্তোর

প্রশ্ন
উত্তর
প্রথম আক্রমনকারী বিদেশী 
 পারসিক
জিজিয়া কর প্রবর্তন করেন 
আলাউদ্দিন খলজী।
প্রথম আক্রমনকারী সম্রাট 
কাইরাস ( কুরু)
দিল্লির প্রথম সার্বভৌম সুলতান 
কুতুব উদ্দিন আইবক।
ইকতা প্রথা ও দোকানী মুদ্রার প্রবর্তন
 ইলতুৎমিস।
সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা
ইলতুৎমিস।
বন্দেগান-ই-চাহেলাগান দল প্রতিষ্টতা 
ইলতুৎমিস।
 নিসার মুদ্রা চালু করেন 
জাহাঙ্গীর।
জিওল মুদ্রা চালু করেন 
মহ: বিন তুঘলক।
রেশন ব্যবস্থা ও বাজারদর নিয়ন্ত্রন করেন
 আলাউদ্দিন খলজী।
তাম্র মুদ্রার প্রচলন করেন 
মহম্মদ বিন তুঘলক।
জলসেচ ব্যবস্থার সুচনা
 গিয়াসউদ্দিন তুঘলক।
ভারতে প্রথম স্বর্ন মুদ্রা প্রচলন করেন 
কুষান রা।
বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক 
বল্লাল সেন।
জাবতি প্রথা ও রাওয়াতওয়ারি পদ্ধতি চালু করেন 
আকবর।