বিভিন্ন খেলার পরিভাষা - চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ন স্পোর্টস জিকে

ব্যাডমিন্টন : ডিউস, ডাবল ফল্ট, ড্রপ, লেট, লাভ অল, স্ম্যাশ। 

বাস্কেটবল : বাস্কেট, ব্লকিং, ড্রিবলিং, ফ্রি থ্রো, হেল্ড বল, হােল্ডিং, জাম্প বল, মাল্টিপল থ্রোস, পিভন্ট, স্ম্যাশ। 

বেসবল : বেস, ব্যাটারী, বান্টিং, ক্যাচার, ডায়মন্ড, হিটার, হোেম, ইনফিল্ড, আউটফিল্ড, পি, পিচার, প্লেট, পুট। 

বিলিয়ার্ডস : বাক লাইন, বন্টিং, ক্যানন, কু, হ্যাজার্ড, জিগার, লং জেনি, স্ক্র্যাচ, ক্রু ব্যাক,শর্ট জেনি, স্পট স্ট্রোক। 

বক্সিং : অক্সিলিয়ারি পয়েন্ট সিস্টেম, ব্যাবিট পাঞ্চ, ব্রেক, কাট, হক, জ্যাব, লাইং অন, নক আউট, আপার কাট।

ব্রিজ : চাইকেন, ডামি, গ্রান্ড স্লাম, লিটল স্লাম, নাে ট্রাম্প, রিভক, ট্রিকস, ভালনারেবল, রাবার।

চেস (দাবা) : বিশপ, ক্যাসেল, চেকমেট, গামবিট, কিং, নাইট, কুইন, রুক, স্টেলমেট।

হর্স রেসিং : গ্রান্ড প্রিন্স, পান্টার, স্টাপল চেস।

ফেন্সিং : ফয়েল।

ক্রিকেট :  লেগ বিফোর উইকেট, নো, ওয়াইড, ফ্রি হিট, অ্যাম্পেয়ার।

ফুটবল : ফাউল, রেফারি, রেড কার্ড, ইয়োলো কার্ড, ডিফেন্ডার, পেনাল্টি,  কর্নার কিক। 

Tags