বিভিন্ন রাজ্য ও কেন্দ্র সরকারি পরীক্ষার জন্যে ইতিহাস প্রশ্নত্তোর খুবই গুরুত্বপূর্ন। WBCS, WBPSC, WBP, RRB সহ বিভান্ন Job Exam প্রস্তুতির জন্যে ঐতিহাসিক ব্যক্তিদের উপনাম ও আসল নাম জানা জরুরি -
উপনাম |
আসলনাম |
ভারতের বিপ্লবের জননী |
ভিকাজী রুস্তমজী কামা। |
ভারতের নেপোলিয়ান /পরক্রমাঙ্ক /অপ্রতিরথ |
সমুদ্রগুপ্ত। |
বিক্রমাদিত্য / শকারি / সাহসাঙ্ক - |
দ্বিতীয় চন্দ্রগুপ্ত। |
উত্তরাপথনাথ/ শিলাদিত্য |
হর্ষবর্ধন। |
মহম্মদ বিন তুঘলক / পাগলা রাজা |
জুনা খাঁ। |
সুলতান-ই-আজম |
ইলতুৎমিস। |
শ্রেনিক / অমিত্রাঘাত |
বিম্বিসার। |
একরাট / দ্বিতীয় পরশুরাম |
মহাপদ্মনন্দ। |
ছত্রপতি |
শিবাজী। |
গৌড়েশ্বর |
লক্ষন সেন। |
সুলতানি আমলের আকবর |
ফিরোজ শাহ তুঘলক। |
দেবরাজ/ শক্রাদিত্য/ভারতের রক্ষাকারী |
স্কন্দগুপ্ত। |
দ্বিতীয় আলেকজান্ডার / সিকান্দার সানি |
আলাউদ্দিন খলজি। |
মারাঠা রাজনীতির চানক্য / মেকিয়াভেলি |
নানা ফড়নবিশ। |
বিক্রমাশীলদেব / পরমেশ্বর / উত্তরাপথস্বামী / মহারাজাধিরাজ |
ধর্মপাল। |