ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ৮ নভেম্বর ২০২১

 ◾International Day Of Radiology পালিত হয় প্রতিবছর ৮ নভেম্বর তারিখে।

World Urbanism Day পালিত হল ৮ নভেম্বর তারিখে।

3rd Goa Maritime Conclave 2021 অনুষ্টিত হবে গোয়ার Naval War College এ। 

  • গোয়ার রাজধানী - পানাজি।
  • মুখ্যমন্ত্রী- প্রমোদ সাওয়ান্ত।
  • জনসংখ্যা - ১৮.২ লাখ।

◾মাল্টিন্যাশনাল কোম্পানী Barclays এর CEO পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত C.S Venkatakrishnan 

Desert Warrior 2021 Air force এক্সারসাইজ অনুষ্টিত হল ভারত ও ইজিপ্ট এর মধ্যে।

  • ইজিপ্ট এর রাজধানী - কায়রো।
  • মুদ্রা - ইজিপ্টিয়ান পাউন্ড
  • প্রেসিডেন্ট - Abdel Fattah Al-Sisi 

Tenging Norgay National Adventure Award 2020 পেল প্রিয়ঙ্কা মোহিত।

  • তিনি মহারাস্ট্রের বাসিন্দা।
  • প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি Mt Annapurna জয় করেন।

◾ ২০২৪ সালে কোন দেশ চাঁদে জলের খোঁজে Rover পাঠাচ্ছে - অস্ট্রেলিয়া।

  • Rover টি ডেভেলপ করেছে- ispace
  • ওজন - ১০ কেজি।

◾প্রথম চাইনিজ মহিলা হিসেবে Space এ হাঁটলেন Wang Yaping.

◾ 2021 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেলেন সুদর্শন সাউ, তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত - Art

  • সুদর্শন সাউ ওড়িশার রাজ্যের বাসিন্দা। 

◾ ২০২১ সালে পদ্মভূষন পুরস্কার পেলেন চন্দ্রশেখর কামবেরা, তিনি কোন ক্ষেত্রে যুক্ত - সাহিত্য ও শিক্ষা।

  • তিনি কর্নাটক রাজ্যের বাসিন্দা।