◾সম্প্রতি কোন অর্গানাইজেশন 'Sustainable Urban Cooling Handbook' রিপোর্ট প্রকাশ করল - UNEP ( United Nation Environment Programme)
- UNEP এর প্রধান - Inger Andersen
- সদর দপ্তর - নাইরোবি, কেনিয়া।
◾Global Drug Policy Index 2021 তালিকায় ভারতের স্থান ১৮.
- ৩০ দেশ নিয়ে এই রিপোর্ট তৈরী করা হয়েছে।
- নরওয়ে প্রথম স্থানে।
◾International Gymnastics Federation এর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন Morinari Watanebe.
- FIG এর সদরদপ্তর- সুইজারল্যান্ড।
- প্রতিষ্টিত - ১৮৮১
◾Mexican Grand Prix 2021 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন নেদারল্যান্ডের Max Verstappen.
◾'Finding A Straight Line Between Twist & Turns' নতুন প্রকাশিত বইটির লেখক- Aseem Chawla.
◾দেশের প্রথম বাঁশের তৈরী ক্রিকেট ব্যাট ও স্টাম্প তৈরী করল ত্রিপুরা রাজ্য।
- ত্রিপুরা মুখ্যমন্ত্রী - বিপ্লব দেব।
- রাজধানী - আগরতলা।
- জনসংখ্যা - ৩৬.৬ লাখ।
◾সম্প্রতি 'Shramik Mitra' স্কিম চালু করল দিল্লি সরকার।
- দিল্লির মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিওয়াল।
- রাজ্য পাখি- House Sparrow
- জনসংখ্যা - ১.৯ কোটি।
◾National Legal Service Day 2021 পালিত হয় প্রতি বছর ৯ নভেম্বর তারিখে।
◾UNESCO Creative Cities Network 2021 তালিকায় যুক্ত হল। শ্রীনগর।