ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১০ নভেম্বর ২০২১

 ◾সম্প্রতি Swarnajayanti Fellowship Scheme 2020 পুরস্কার প্রদান করল কোন মন্ত্রনালয় - Ministry Of Science & Technology 

◾আসামের বন্ধন ব্যাঙ্কের ব্রান্ড অ্যাম্বাসাডার হলেন সংগীত শিল্পী জুবিন গর্গ।

  • আসামের রাজধানী - দিসপুর।
  • মুখ্যমন্ত্রী- Himants Biswa Sarma
  • আঞ্চলিক নৃত্য - Farkanti, Kushan, Bhor Tal Nritya, Bihu

Amway India এর ব্রান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হলেন অমিতাভ বচ্চন।

  • Amway India এর CEO - Anshu Budhraja
  • সদরদপ্তর- গুরুগ্রাম, হরিয়ানা

My11Circle এর ব্রান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন মহম্মদ সিরাজ।

Hercules Bicycle এর ব্রান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হলেন ক্রিকেটার রিষভ পন্থ।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা Mitrabha Guha কোন ক্ষেত্রের সাথে যুক্ত - স্পোর্টস ( দাবা)।

World Science Day For Peace and Development  পালিত হয় প্রতিবছর ১০ নভেম্বর তারিখে।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Toxic Foam' দেখা গেল কোন নদীতে - যমুনা।

NDRF ( National Desaster Response Force) এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন- Atul Karwal.

Naval Staff এর পরবর্তী প্রধান পদে নিযুক্ত হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল R Hari Kumar.