ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১১ নভেম্বর ২০২১

 ◾National Education Day 2021 পালিত হয় প্রতিবছর ১১ নভেম্বর তারিখে।

  • ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলনা আবুল কালাম আজাদ জন্ম তারিখ স্মরনে এই দিবস পালিত হয়।

◾সম্প্রতি কোন দেশ International Solar Alliances (ISA) এ যুক্ত হল - আমেরিকা।

  • ISA এর সদর দপ্তর - গুরগ্রাম।
  • ডিরেক্টর জেনারেল- অজয় মাথুর।
  • প্রতিষ্টিত - ২০১৫।

◾CISF এর চিফ পদে নিযুক্ত হলেন Sheel Vardhan Singh.

  • CISF এর সদরদপ্তর- নতুন দিল্লি।
  • প্রতিষ্টিত - ১৯৬৯

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Vela' হল সাবমেরিন, যেটি ভারতীয় নৌবাহিনী পেল। 

  • এটি ভারতীয় নৌবাহিনীর ৪র্থ সাবমেরিন
  • নৌবাহিনীর চিফ - Admiral Karambir singh
  • চিফ অফ ডিফেন্স - জেনারেল বিপিন রাওয়াত।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা ' Epsilon -5  রকেট কোন দেশ উৎক্ষেপন করল - জাপান।

  • জাপানের রাজধানী - টোকিও।
  • মুদ্রা - জাপানিজ ইয়েন
  • প্রধান মন্ত্রী - Fumio Kishida.

National Logistics Index 2021 তালিকায় প্রথম স্থান পেল গুজরাট।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Operation X' কোন বিষয় সম্পর্কিত - এটি একটি বই Naval Commando Operation এর লেখা।

  • বইটি লঞ্চ হল ঢাকায়।
  • Indian Navy & Mukti Bahini Of Bangladesh যৌথ ভাবে বইটি লঞ্চ করল।

◾সম্প্রতি প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ রামকৃষ্ণ রাও।

◾সম্প্রতি প্রয়াত হলেন FW de Klerk, ইনি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন - দক্ষিন আফ্রিকা।

Narcotics Control Bureau ( NCB) এর পরবর্তী চিফ নিযুক্ত হলেন - SN Pradhan.