ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১২ নভেম্বর ২০২১

 ◾World Pneumonia Day 2021 পালিত হয় প্রতি বছর ১২ নভেম্বর তারিখে। 

Public Service Broadcasting Day 2021 পালিত হল ১২ নভেম্বর তারিখে।

◾সম্প্রতি পথ সুরক্ষা বিষয়ে বিশেষ প্রোগাম 'Rakshak' চালু করল ওড়িশা সরকার।

  • ওড়িশার মুখ্যমন্ত্রী- নবীন পট্টনায়েক
  • রাজ্যপাল - গনেশি লাল।
  • রাজধানী - ভুবনেশ্বর।
  • জনসংখ্যা - ৪.৩৭ কোটি।

Standard Chartered Security Limited এর CEO পদে নিযুক্ত হলেন রাজীব শ্রীবাস্তব।

Nehru: The Debates that Defined India নতুন প্রকাশিত বইটির লেখক হলেন Tripurdaman Singh এবং Adeel Hussain.

◾ভারতের প্রথম National Yogasana Sports Championship অনুষ্টিত হবে ভুবনেশ্বরে।

  • প্রায় ৫৬০ Yogasana Sports Person এই টুর্নামেন্ট অংশগ্রহন করবে।

◾ভারতের প্রথম World Class Model রেলওয়ে স্টেশন নির্বাচিত হল ভোপালের হাবিবগঞ্জ।

Climate Change Performance Index 2022 তালিকায় ভারতের স্থান ১০। 

UN World Food Programme এর গুডউইল অ্যাম্বাসাডার হলেন স্প্যানিশ-জার্মান অভিনেতা Daniel Bruhl.

  • UNWFP এর সদরদপ্তর- রোম।
  • এক্সিকিউটিভ ডিরেক্টর- David Beasley
  • প্রতিষ্টিত - 1961

◾সম্প্রতি 'Mathurabhumi Yojana' চালু হল কোন রাজ্যে - উত্তরপ্রদেশ।

  • উত্তরপ্রদেশের রাজ্যপাল - আনন্দবীন প্যাটেল।
  • মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ।
  • গুরুত্বপূর্ন এয়ারপোর্ট- চৌধুরী চরন সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মোরাদাবাদ এয়ারপোর্ট