ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১৩ নভেম্বর ২০২১

 ◾World Kindness Day পালিত হয় প্রতিবছর ১৩ নভেম্বর তারিখে।

UN এর International Law Commission এ নির্বাচিত হলেন ভারতের Bimal Patel.

  • ১৯২ দেশের মধ্যে ১৬৩ ভোট পেয়েছেন তিনি।

◾সম্প্রতি ভোপালের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নামকরন হল Rani Kamlapati Railway Station.

COP27 2022 আয়োজন করবে কোন দেশ - ইজিপ্ট।

  • ইজিপ্টের রাজধানী - কায়রো।
  • রাস্ট্রপতি - Abdel Fattah Al-Sisi
  • মুদ্রা- ইজিপ্টিয়ান পাউন্ড।

◾6th এডিশন 'Shakti 2021' আর্মি ট্রেনিং এক্সারসাইজ অনুষ্টিত হবে ভারত ও ফ্রান্সের মধ্যে।

'Wangala' উৎসব কোন রাজ্যে অনুষ্টিত হল - মেঘালয়।

  • এটি 'The Festival Of 100 Drums' নামে পরিচিত।
  • মেঘালয়ের রাজধানী - শিলং।
  • জনসংখ্যা- ২৬.৫ লাখ।
  • উপজাতি- Garo, Khasi, Jaintia

◾সম্প্রতি Urban Air Mobility Control System টেস্ট আয়োজন করল কোন দেশ - সাউথ কোরিয়া।

  • সাউথ কোরিয়ার রাস্ট্রপতি - Moon Jae-in
  • রাজধানী- সিওল।
  • মুদ্রা- Won. 

◾কোন সোশাল মিডিয়া প্লাটফর্ম দুটি সাইবার সুরক্ষা প্রচার 'Safe Stree' ও 'My Kanoon' লঞ্চ করল - Instagram

◾কোন রাজ্য সম্প্রতি দেশের মধ্যে সর্বাধিক ৫ টি জেলায় মেট্রো পরিষেবা চালু করল - উত্তরপ্রদেশ।

◾সম্প্রতি 'Clean Green Village Week' কোন স্কিমের অধীনে পালিত হল - MGNREGS