ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১৪ নভেম্বর ২০২১

 ◾World Diabetes Day 2021 পালিত হয় প্রতি বছর ১৪ নভেম্বর তারিখে। 

  • এবছরের থিম - Access to Diabetes Care- If Not Now, When?

◾কত তম Indo - Thai CORPAT অনুষ্টিত হবে Indian Navy ও Royal Thai Navy এর মধ্যে- ৩২ তম এডিশন।

◾বামিংহাম কমনওয়েলথ গেমস ২০২২ প্রতিযোগিতায় কোন খেলা এই প্রথম যুক্ত হবে - ক্রিকেট।

◾ভারতে প্রতি বছর 'শিশু দিবস' পালিত হয় ১৪ নভেম্বর তারিখে।

◾জাপানের প্রধান মন্ত্রী পদে আরও নির্বাচিত হলেন Fumio Kishida

  • জাপানের রাজধানী- টোকিও।
  • জনসংখ্যা- ১২.৫৮ কোটি।
  • মুদ্রা- জাপানিজ ইয়েন।

◾প্রয়াত হলেন বিশিষ্ট লেখক আনন্দ শঙ্কর।

World AntiMicrobial Awareness Week 2021 পালিত হয় ১৮ থেকে ২৪ নভেম্বর।

  • এবছরের থিম - Spread Awareness, Stop Resistance. 

◾সম্প্রতি 'Norovirus' দেশের মধ্যে প্রথম দেখা গেল কেরালা তে।

  • কেরালার রাজ্যপাল - Arif Mohammad Khan
  • মুখ্যমন্ত্রী- Pinarayi Vijayan.
  • রাজধানী- ত্রিবন্তপুরম।
  • জনসংখ্যা - ৩.৪৬ কোটি।

◾সম্প্রতি Shark ও Seahorses, Seals দেখা গেল লন্ডনের টেমস নদীতে।

  • ১৯৫৭ এর পর থেকে টেমস 'Biological Dead' নদী হিসেবে পরিচিত ছিল। 

◾সম্প্রতি কোন রাজ্যের সমস্ত স্কুলে মাতৃভাষা বিষয় কে দশম শ্রেনী অবধি কমপালসরি বিষয় করা হয়েছে- পাঞ্জাব।

  • এমনকি সমস্ত অফিসে পাঞ্জাবি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে।
  • কোনো স্কুল এই নিয়ম না মানলে,  ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।