একনজরে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ জেনে নিন

☑ চ্যাম্পিয়ন : অস্ট্রেলিয়া

☑ রানার্স আপ : নিউজিল্যান্ড

☑ ম্যান অব দ্য টুর্নামেন্ট : ডেভিড ওয়ার্নার ( অস্ট্রেলিয়া)

☑ সবথেকে বেশি রান : বাবর আজম ( ৩০৩, পাকিস্তান)

☑ সবথেকে বেশি উইকেট : ওয়ানিন্ডু হাসারঙ্গ ( ১৬ টি, শ্রীলঙ্কা)

☑ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ : মিচেল মার্শ ( অস্ট্রেলিয়া)

☑ আয়োজক দেশ : ভারত ( ভারতে হওয়ার কথা ছিল, করোনার জন্যে  আরব আমির শাহি ও ওমান আয়োজন করে  ) 

☑ মোট দল - ১৬ টি।

☑ মোট পুরস্কার মূল্য : ৫.৬ মিলিয়ন ডলার।

☑ টুর্নামেন্ট ১ মাত্র সেঞ্চুরি : জস বাটলার ( ইংল্যন্ড)

☑ সবথেকে বেশি ছয় : জস বাটলার ( ১৩ টি)

☑ সবথেকে বেশি চার : ডেভিড ওয়ার্নার ( ৩২ টি)


পুরস্কার মূল্য : 

☑ চ্যাম্পিয়ন : ১.৬ মিলিয়ন ডলার।

☑ রানার্স আপ : ৮ লাখ ডলার।

☑ সেমিফাইনালে যারা হেরেছে : ৪ লাখ ডলার।

☑ 'Super 12' এর প্রতি ম্যাচ জিতলে : ৪০ হাজার ডলার।

☑ Super 12 থেকে যারা নক আউটে যাবে : ৭০ হাজার ডলার।

এছাড়াও আরও অনান্য পুরস্কার আছে।