ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ১২ এপ্রিল ২০২২

 ◾International Day Of Human Space Flight পালিত হল ১২ এপ্রিল তারিখে।

QS World University Ranking 2022 তালিকায় Top 100 এর মধ্যে স্থান পেল IIT  Kharagpur.

  • ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন বিষয়ে পড়ানোর জন্যে এই রিপোর্ট প্রকাশ করা হয়।

Thailand Open Boxing 2022 টুর্নামেন্টে ৪৮ কেজি বিভাগে সোনা জিতল ভারতের Govind Sahani.

  • ৫৪ কেজি পুরুষ বিভাগে সোনা পেল - Ananta Pralhad Chopde
  • ৭৫ কেজি বিভাগে সোনা জিতল - সুমিত কুন্ডু। 

◾পাকিস্তানের ২৩ তম নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন Shehbaz Sharif.

  • পাকিস্তানের রাজধানী - ইসলামাবাদ।
  • রাস্ট্রপতি - আরিফ আলভি।
  • জনসংখ্যা - ২২.০৯ কোটি।

◾প্রয়াত হলেন প্রখ্যাত অভিনেতা Shiv Kumar Subramaniam.

UPSC এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন মনোজ সোনি।

◾সম্প্রতি Prestigious O. Henry Award পেলেন প্রখ্যাত বাঙালি লেখন অমর মিত্র। 

◾বন্য প্রানীদের আইনি অধিকার দেওয়ায় - বিশ্বে প্রথম দেশ হল ইকুয়েডর।

  • ইকুয়েডরের রাজধানী - কুইটো।
  • রাস্ট্রপতি - Gulilermo Lasso
  • মুদ্রা - US ডলার।

G-20 Summit 2023 এর চিফ কোর্ডিনেটর নিযুক্ত হলেন - Harsh V Shringla.

  • G-20 এর চেয়ারম্যান - Joko Widodo ( ইন্দ্রোনেশিয়ার রাস্ট্রপতি)
  • প্রতিষ্টিত - ১৯৯৯ 
  • সদস্য দেশের সংখ্যা - ১৯ টি।

◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Shaheen III' কোন দেশের ব্যালিস্টিক মিসাইল - পাকিস্তান।