◾বৃক্ক থেকে নি:সৃত প্রধান হরমোন কোনটি - রেনিন।
◾গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হল - দস্তা।
◾আর্থো ও প্যারা নাইট্রোফেনল আলাদা করার উপায় কি - স্টীম পাতন।
◾তিমি মাছের শ্বাস যন্ত্র টি হল - ফুসফুস।
◾সিঙ্কোনায় যে উপক্ষার টি পাওয়া যায় সেটি হল - কুইনাইন।
◾যে মাছ সমুদ্রে ডিম পাড়ে - ইলিশ।
◾'r' ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে কোনো কণা গমন করলে, কণার মোট অতিক্রান্ত দূরত্বের সাথে সরনের অনুপাত কত হবে - π/2
◾একটি লেন্স শূন্যমাধ্যমে অদৃশ্য হলে তার প্রতিসারঙ্ক কত হবে - এক (১)।
◾যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল, সেটি হল - কেন্দ্রিক সংযোজন।
◾একটি তামার তারের রোধ ২ ওহম। এর দৈর্ঘ্য ও ব্যাসার্ধ অর্ধেক হলে এর রোধ কত হবে - ৪ ওহম।
◾বেনজাল ক্লোরাইড কে ক্যালশিয়াম হাইড্রোঅক্সাইড দ্বারা আর্দ্র বিশ্লেষন করলে কি উৎপন্ন হয় - বেনজয়িক অ্যাসিড।
◾চুনের রাসয়ানিক সংকেত কি - CaO ( ক্যালসিয়াম অক্সাইড)।
◾মিথেনের দহনে কি তৈরী হয় - কার্বন-ডাই-অক্সাইড + জল।
◾ক্ষারীয় দ্রবনে ফেনলপথ্যালিন কি বর্ন ধারন করে - বেগুনী।
◾টারটারিক অ্যাসিডের অপ্রতিসম কার্বনের সংখ্যা কত - ২ টি।
Topic : WBPSC Preparation, Bengali GK App, WBCS Preparation