◾সম্প্রতি '1st State Energy And Climate Index' রিপোর্ট প্রকাশ করল কোন সংস্থা - NITI Aayog.
- NITI Aayog এর CEO - অমিতাভ কান্ত।
- সদরদপ্তর - নতুন দিল্লি।
- প্রতিষ্টিত - ২০১৫
◾সম্প্রতি আসামের ডিমা হাসাও জেলায় মেগালিথিচ পাথরের পাত্র আবিষ্কৃত হয়েছে। এর আগে এরকম পাথরের পাত্রের সন্ধান পাওয়া যায় লাওস ও ইন্দোনেশিয়ায়।
- আসামের রাজধানী - দিসপুর।
- মুখ্যমন্ত্রী- হিমন্ত বিশ্ব শর্মা।
- জনসংখ্যা - ৩.০৯ কোটি।
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Helina' হল Anti - Tank Guided Missile, যেটি DRDO সাফল্যের সাথে পরীক্ষা করেছে।
◾NITI Aayog এর State Energy & Climate Index তালিকায় প্রথম স্থান পেল গুজরাট।
- গুজরাটের রাজ্য প্রানী - সিংহ।
- রাজ্য পাখি - Greater Flamingo
◾সম্প্রতি 'SVANidhi Se Samriddhi' প্রোগ্রাম লঞ্চ করল কোন মন্ত্রানলয় - Ministry Of Housing & Urban Affairs.
◾কর্ম দক্ষতা, শিক্ষার উন্নতি তে সম্প্রতি কোন দেশের সাথে ভারত যুক্ত হয়েছে - আমেরিকা।
◾'কমনওয়েলথ গেমস ২০২৬' এর আয়োজক দেশ হল - অস্ট্রেলিয়া ( ভিক্টোরিয়া)।
- অস্ট্রলিয়ার রাজধানী - ক্যানবেরা।
- প্রধানমন্ত্রী - স্কট মরিসন।
- অস্ট্রেলিয়ার জাতীয় খেলা - ক্রিকেট ও Australian Rules Football.
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Megi', হল Tropical Strom ( ঝড়) , যেটি সম্প্রতি ফিলিপাইনস এ হয়েছে।
◾সম্প্রতি কোন মন্ত্রনালয় 'PM-DAKSH Yojana' চালু করেছে - Ministry Of Social Justice & Empowerment.