আগামী ২৪ শে এপ্রিল দিল্লিতে অনুষ্টিত হতে চলেছে জাতীয় পঞ্চায়েতরাজ দিবস ২০২২। প্রতিবছর দেশের বিভিন্ন পঞ্চায়েতে কাজের পরিপ্রেক্ষিত এই পুরস্কার প্রদান করে থাকে কেন্দ্রীয় গ্রামন্নোয়ন মন্ত্রক। এবছর বিভিন্ন ক্ষেত্রে ১৪ টি পুরস্কার পাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
পঞ্চায়েত দপ্তর থেকে জানানো হয়েছে ২ টি জেলা পরিষদ, ২ টি পঞ্চায়েত সমিতি ও ১০ টি গ্রাম পঞ্চায়েত এই পুরস্কার গুলি পাচ্ছে।
পুরস্কার তালিকা :
◾শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড ২০২২ : পূর্ব বর্ধমানের বিজুড়-২ পঞ্চায়েত।
◾গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড ২০২২ : উত্তর দিনাজপুরের গোঁয়াগাঁও -১ পঞ্চায়েত।
◾রাস্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার ২০২২ : বীরভূমের ইলামবাজার পঞ্চায়েত।
◾পঞ্চায়েত সশক্তিকরন পুরস্কার ২০২২ : দক্ষিন ২৪ পরগনা, পূর্ব বর্ধমান জেলা পরিষদ, উত্তর ২৪ পরগনার বসিরহাট পঞ্চায়েত সমিতি ও পশ্চিম মেদনীপুরের দাসপুর-১ পঞ্চায়েত সমিতি।
◾পঞ্চায়েত সশক্তিকরন পুরস্কার ২০২২ : বাঁকুড়ার বলসি -২, পশ্চিম মেদনীপুরের আমড়াকুচি, পূর্ব বর্ধমানের বোহার -১, দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুর, পুরুলিয়ায় কুমারী, উত্তর ২৪ পরগনার মছলন্দপুর -১ ও পশ্চিম মেদনীপুরের ভগবন্তপুর -১ গ্রাম পঞ্চায়েত।