◾প্রতি বছর ২১ এপ্রিল 'National Civil Service Day' পালিত হয়।
◾World Creativity And Innovation Day পালিত হয় প্রতিবছর ২১ এপ্রিল তারিখে।
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'NROL-85 spy' হল স্যাটেলাইট যেটি লঞ্চ করেছে SpaceX.
- SpaceX এর CEO & MD- ইলন মাস্ক।
- সদরদপ্তর- ক্যালিফোর্নিয়া
- প্রতিষ্টিত - ২০০২
◾সম্প্রতি আসামে Pure Green Hydrogen Plant লঞ্চ করল Oil India Limited ( OIL).
- OIL এর সদরদপ্তর- নয়ডা।
- প্রতিষ্টিত - ১৯৫৯।
◾সম্প্রতি 'Nigrani App' লঞ্চ করল জন্মু ও কাশ্মীরের Rural Development And Panchayat Raj দপ্তর।
◾আইভোরি দ্যি কোস্টের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Patrick Achi.
◾সম্প্রতি ভারতীয় বিজ্ঞানী রা 'EEL' প্রজাতির প্রানীর সন্ধান পেয়েছে কেরালা ও পশ্চিমবঙ্গে।
- প্রানীটির নাম - Ariosoma Indicum
◾'স্মৃতি হান্ডা' কে চিফ হিউম্যান রিসোর্স অফিসার হিসেবে নিযুক্ত করলো BharatPe।
- BharatPe এর CEO - Suhail Sameer
- সদরদপ্তর- নতুন দিল্লি।
- প্রতিষ্টিত - ২০১৮
◾৪৮তম 'La Roda International Open Chess Tournament' জিতলো ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ড মাস্টার 'ডি জুকেশ'।
◾IFSCA(International Financial Services Centres Authority) এর সঙ্গে MoU স্বাক্ষর করলো NIA(National Insurance Academy)।
◾প্রকাশিত হলো দিল্লির শিক্ষা সঙ্গীত 'Irada kar liya hai humne'।
◾'e-kitab kosh' নাম ই-লাইব্রেরির সূচনা করলেন জম্মু ও কাশ্মীরের চিফ সেক্রেটারি।