ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২২ এপ্রিল ২০২২

 ◾প্রতি বছর ২২ এপ্রিল পালিত হয় 'International Mother Earth Day'

  • এবছরের থিম- Invest in our Planet

◾বিশ্বের সব থেকে বড় Electric 3 Wheeler ফ্যাক্টরি তৈরী হচ্ছে তেলেঙ্গানা তে।

  • ফ্যাক্টরি তৈরী করবে ক্যালিফোর্নিয়া বেসড কোম্পানী Biliti Electric Inc.
  • প্রতিবছর প্রায় ২৪০,০০০ ইলেক্ট্রিক ভিকেল তৈরী হবে এখানে।

◾সম্প্রতি দিল্লির প্রধান সেক্রেটারি পদে নিযুক্ত হলেন IAS Naresh Kumar. 

  • দিল্লির মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিওয়াল।
  • জনসংখ্যা- ১.৯ কোটি ( ২০১২ রিপোর্ট) 

◾সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কায়রন পোলার্ড। 

AAC ( Asia Africa Consortium) Global Peace Ambassador 2022 হলেন ববিতা সিং। 

◾ভারতীয় আর্মি পরবর্তী DGMO (Director-General of Millitary Operation) হতে চলেছেন Lt General Manoj Kumar Katiyar।

◾বুদাপেস্টের হাঙ্গেরিতে অনুষ্ঠিত WIM(World International Master) নর্ম জিতলো তারিনী গোয়েল।

Wisdon এর 'Cricketers of the Year' ২০২২ এর  তালিকায় পাঁচ জন খেলোয়াড়ের মধ্যে জায়গা পেলো জসপ্রিত বুমরার নাম।

'Fincluvation' চালু করলো Indian Post Payment Bank (IPPB)

PM's Award of Excellence  পেলো চুরু(রাজস্থান) ও বিষ্ণুপুর (মণিপুর) জেলা।

◾সম্প্রতি বিশ্বের সবথেকে শক্তিশালী পারমানবিক সক্ষম ব্যালিস্টিক মিসাইল 'RS-28 SARMAT' পরীক্ষা করল রাশিয়া।