◾প্রতি বছর ২২ এপ্রিল পালিত হয় 'International Mother Earth Day'।
- এবছরের থিম- Invest in our Planet
◾বিশ্বের সব থেকে বড় Electric 3 Wheeler ফ্যাক্টরি তৈরী হচ্ছে তেলেঙ্গানা তে।
- ফ্যাক্টরি তৈরী করবে ক্যালিফোর্নিয়া বেসড কোম্পানী Biliti Electric Inc.
- প্রতিবছর প্রায় ২৪০,০০০ ইলেক্ট্রিক ভিকেল তৈরী হবে এখানে।
◾সম্প্রতি দিল্লির প্রধান সেক্রেটারি পদে নিযুক্ত হলেন IAS Naresh Kumar.
- দিল্লির মুখ্যমন্ত্রী- অরবিন্দ কেজরিওয়াল।
- জনসংখ্যা- ১.৯ কোটি ( ২০১২ রিপোর্ট)
◾সম্প্রতি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কায়রন পোলার্ড।
◾AAC ( Asia Africa Consortium) Global Peace Ambassador 2022 হলেন ববিতা সিং।
◾ভারতীয় আর্মি পরবর্তী DGMO (Director-General of Millitary Operation) হতে চলেছেন Lt General Manoj Kumar Katiyar।
◾বুদাপেস্টের হাঙ্গেরিতে অনুষ্ঠিত WIM(World International Master) নর্ম জিতলো তারিনী গোয়েল।
◾ Wisdon এর 'Cricketers of the Year' ২০২২ এর তালিকায় পাঁচ জন খেলোয়াড়ের মধ্যে জায়গা পেলো জসপ্রিত বুমরার নাম।
◾ 'Fincluvation' চালু করলো Indian Post Payment Bank (IPPB)
◾PM's Award of Excellence পেলো চুরু(রাজস্থান) ও বিষ্ণুপুর (মণিপুর) জেলা।
◾সম্প্রতি বিশ্বের সবথেকে শক্তিশালী পারমানবিক সক্ষম ব্যালিস্টিক মিসাইল 'RS-28 SARMAT' পরীক্ষা করল রাশিয়া।