ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২৩ এপ্রিল ২০২২

 ◾প্রতিবছর ২৩ এপ্রিল 'World Book and Copyright Day' হিসেবে পালিত হয়।

  • প্রথম World Book Day পালিত হয় ১৯৯৫ সালের ২৩ এপ্রিল।
  • এবছরের থিম - Read...So you never feel alone.

◾সম্প্রতি ভারত সরকারের Pricipal Scientific Advisor (PSA) হিসেবে নিযুক্ত হলেন এ কে সুদ।

7th Raisina Dialogue 2022 এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন ইউরোপ ইউনিয়নের প্রেসিডেন্ট Ursula Von Der Leyen.

◾সম্প্রতি Rongali Bohag Bihu Festival অনুষ্টিত হল আসামে।

  • আসাম বাসী দের নতুন বছর হিসেবে এটি পালন করা হয়।
  • আসামের রাজধানী -দিসপুর।
  • মুখ্যমন্ত্রী- হিমন্ত বিশ্ব শর্মা।
  • রাজ্যপাল - জগদীস মুখি।

NITI Aayog এর নতুন ভাইস-চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন Dr Suman K Bery

◾বিশ্বের বৃহত্তম সাইবার এক্সারসাইজ Locked Shields 2022 অনুষ্ঠিত হলো    এস্টোনিয়ায় (Estonia)

Entrepreneur Leadership Award 2022 পেলেন ডিফেন্স এক্সপার্ট Vivek Lall

India Coast Guard এ অন্তর্ভুক্ত হলো নতুন ভেসেল 'উর্যা প্রবাহ'।

Asian Wrestling Championship এ রৌপ্য পদক জিতলো Anshu Malik   এবং Radhika