◾National Panchayat Raj Day পালিত হল ২৪ এপ্রিল তারিখে।
◾প্রতিবছর ২৪ এপ্রিল তারিখে World Day For Laboratory Animals দিবস পালিত হয়।
◾21st World Congress Of Accounts 2022 (WCOA) আয়োজন করবে Institute Of Chartered Accounts Of India ( ICAI).
◾UK's Commonwealth Points Of Light Award 2022 পেলেন বাংলাদেশের কিশোর কুমার দাস।
- বাংলাদেশের রাজধানী - ঢাকা।
- রাস্ট্রপতি - আব্দুল হামিদ।
- প্রধান মন্ত্রী - শেখ হাসিনা।
- জনসংখ্যা - ১৬.৪৭ কোটি ( ২০২০ রিপোর্ট)
◾সম্প্রতি আন্তর্জাতিক মানের ডাটা সেন্টার তৈরীর জন্যে NIXI-CSC Data Service সেন্টারের সাথে MoU স্বাক্ষর করল ত্রিপুরা সরকার।
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Ganga Quest 2022', কোন মিশনের অধীনে শুরু হয়েছে - National Mission For Clean Ganga.
◾সম্প্রতি মুম্বাই এর Raigad জেলায় ম্যানগ্রোভ গাছ রক্ষার জন্যে AERF ( Applied Environmental Research Foundation) এর সাথে অংশীদারী হল Apple Inc.
- Apple Inc এর CEO - টিম কুক।
- সদরদপ্তর- ক্যালিফোর্নিয়া।
- প্রতিষ্টিত- ১৯৭৬।
◾'The Magic Of Mangalajodi' নতুন প্রকাশিত বইটি লিখেছেন Avinash Khema.
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'INS - Vagsheer' হল Scorpene-Class সাবমেরিন।
- এটি তৈরী করেছে - Mazagon Dock.
◾সম্প্রতি শিশু উন্নয়নের লক্ষ্যমাত্রা রেখে UNICEF India কোন সংস্থার সাথে চুক্তি বদ্ধ হল - NITI Ayog.