ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২৫ এপ্রিল ২০২২

 ◾২৫ এপ্রিল পালিত হয় 'World Malaria Day'

  • এবছরের থিম- Harness Innovation to reduce the malaria disease burden and save lives'।

◾ভারতের প্রথম ডিজিটাল বাস টিকিট সিস্টেম চালু করল মহারাস্ট্র সরকার।

  • মহারাস্ট্রের রাজধানী - মুম্বাই।
  • রাজ্যপাল- ভগত সিং কোশায়ারি।
  • মুখ্যমন্ত্রী- উদ্ধব ঠাকরে।

'Indo American Chamber of Commerce' পুরস্কারে সম্মানিত হলেন Dr. Bina Modi

Covid 19 এর বিরুদ্ধে লড়ার জন্য পেইনকিলার তৈরি করলো IIT Madras

◾মুম্বাইয়ে প্রথম 'লতা দীননাথ মঙ্গেসকর' পুরস্কারে সম্মানিত করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

Aditya Birla Capital এর পরবর্তী চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নির্বাচিত হলেন Vhisakha Mulye।

◾সম্প্রতি ৯ম শিখ গুরু তেগ বাহাদুরের ৪০০ তম জন্মদিনে কয়েন ও পোস্ট স্ট্যাম্প প্রকাশ করল কেন্দ্র সরকার।

◾ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের Young Global Leader 2022 হলেন আম আদমি পার্টির নেতা রাঘব চন্দা, Edelweiss Mutual Fund এর CEO রাধিকা গুপ্তা এবং ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী Mykhailo Fedorvo.

◾সম্প্রতি প্রয়াত হলেন Mwai Kibaki, তিনি কোন দেশের প্রাক্তন রাস্ট্রপতি ছিলেন - কেনিয়া।

7th ' India Pharmaceutical And Medical Device Conference 2022' অনুষ্টিত হল নতুন দিল্লিতে।

  • কনফারেন্সের থিম - 'Vision 2047: Transformative Roadmap For The Future'

'Dudh Vani' নতুন রেডিও স্টেশন শুরু হল গুজরাটে।

  • প্রধানত পশুপালন সক্রান্ত খবরাখবরে  জন্যে এই রেডিও স্টেশন শুরু করা হয়েছে।

'Kisan Bhagidari, Prathmikta Hamari' প্রচার লঞ্চ করল কোন দপ্তর - Ministry Of Agriculture And Farmers Welfare.