◾প্রতিবছর ২৬ এপ্রিল তারিখে World Intellectual Property দিবস পালিত হয়।
◾John F. Kennedy Award 2022 পেলেন ইউক্রেনের রাস্ট্রপতি Volodymyr Zelenskyy.
◾UN এর WSIS ( World Summit For Information Society) PRIZES 2022 পেল মেঘালয় সরকার।
- মেঘালয়ের রাজধানী - শিলং।
- রাজ্যপাল -সত্যপাল মালিক।
- মুখ্যমন্ত্রী- কনরাড সাঙমা।
◾ফ্রান্সের রাস্ট্রপতি পদে দ্বিতীয় বারের জন্যে আবার নির্বাচিত হলেন Emmanuel Macron.
- ফ্রান্সের রাজধানী - প্যারিস।
- মুদ্রা- ইউরো।
◾সার্বিয়া ওপেন ২০২২ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রাশিয়ান টেনিস প্লেয়ার Andrey Rublev (পুরুষ, সিঙ্গেল)
- সার্বিয়া ওপেন ২০২২ অনুষ্টিত হয়েছে - বেলগ্রেডের 'নোভাক' টেনিস সেন্টারে।
◾সম্প্রতি প্রয়াত হলেন পদ্মশ্রী ও সাহিত্য আকাডেমী পুরস্কার প্রাপ্ত ওড়িয়া সাহিত্যিক বীণাপাণি মোহান্তি।
◾সম্প্রতি ' Cosmos Malabaricus' প্রোজেক্টের জন্যে কোন দেশের সাথে যুক্ত হল কেরালা - নেদারল্যান্ড।
- কেরালার মুখ্যমন্ত্রী- পিনারই বিজয়ন।
- রাজধানী - ত্রিবন্তুপুরম।
- রাজ্যপাল - আরিফ মহম্মদ খান।
- পক্ষী অভয়ারন্য - পালাক্কাড, এরনাকুলাম, থাটেক্কাড প্রভৃতি।
◾'All India Household Consumer Expenditure Survey' আয়োজন করেছে কোন সংস্থা - ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস।
◾সম্প্রতি এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক খাদ্য, হসপিটালিটি উৎসব AAHAR 2022 আয়োজন করল APEDA, ITPO.
- এটি অনুষ্টিত হয়েছে - নতুন দিল্লির প্রগতি ময়দানে।
◾সম্প্রতি জনপ্রিয় ট্যুইটার সোশাল মিডিয়া কিনে নিল বিশ্বের ধনী ব্যক্তি ইলন মাস্ক।
- ৪৪ বিলিয়ন ডলার মূল্যে বিক্রি হল ট্যুইটার।