ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ২৭ এপ্রিল ২০২২

 ◾২৩-৩০ এপ্রিল পালিত হচ্ছে 'National Immunization Awareness Week'

  • এবছরের থিম- Long life for all.

◾ভারতের প্রথম 'carbon neutral panchayat' হিসেবে চিহ্নিত হলো জম্মু ও কাশ্মীরের পল্লী জেলাটি।

Draft Battery Swapping Policy 2022 প্রকাশ করল কোন সংস্থা - NITI Aayog.

◾স্লোভিনিয়ার নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন Robert Golob.

  • স্লোভিনিয়ার রাজধানী- Ljubljana
  • রাস্ট্রপতি - Borut Pahor.
  • মুদ্রা - ইউরো।
  • জনসংখ্যা - ২১ লাখ। ( ২০২০ রিপোর্ট) 

◾SAANS Social Awareness প্রচার লঞ্চ করল কর্নাটক সরকার।

◾Stockholm International Peace Research Institute এর রিপোর্ট অনুসারে ভারতের সমরিক ব্যয় বিশ্বের তৃতীয় সব্বোর্চ।

প্রথম স্থানে - আমেরিকা।

দ্বিতীয় স্থানে - চায়না। 

◾সম্প্রতি প্রয়াত হলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী J.D Rymbai.

◾'Tata Sons' এর চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হলেন N Chandrasekaran।

TATA Sons এর সদরদপ্তর- মুম্বাই।

প্রতিষ্টিত - ১৮৬৮।

◾সপ্তম China Aerospace Day উপলক্ষে 'Missile Life' নামক একটি বই প্রকাশিত করলো Beijing.

◾'2022 Laureus World Sportsman of the Year' জিতলেন ' Max Verstappen।