◾প্রতি বছর ৭ এপ্রিল WHO (World Health Organization) এর দ্বারা বিশ্ব স্বাস্থ্য দিবস (World Health Day) হিসেবে পালিত হয়।
- এবছরের থিম- 'Our planet, our health'।
- WHO হেডকোয়ার্টার- জেনেভা, সুইজারল্যান্ড
- চিফ- Tedros Adhanom Ghebreyesus
◾সম্প্রতি সংবাদ শিরোনামে আসা 'Prakriti' হল একটি ম্যাসকট।
- এটি লঞ্চ করেছে Ministry Of Environment, Forest And Climate Change.
◾সম্প্রতি রিপোর্ট অনুসারে ( ৫ এপ্রিল ২০২২) সবথেকে কম আনএপ্লোমেন্ট রেট রাজ্য হল - ছত্রিশগড় ( ৭.৬)।
- ছত্রিশগড়ের রাজধানী - রায়পুর।
- রাজ্যপাল - Anusuiya Uikey
- মুখ্যমন্ত্রী- ভুপেশ বাঘেল।
◾সম্প্রতি কোন দেশে 'Wastewater Treatment Plant' তৈরী করতে ভারত বিনিয়োগ করেছে - নেপাল।
- নেপালের রাজধানী- কাঠমান্ডু
- প্রধান মন্ত্রী - শের বাহাদুর দেউবা।
- রাস্ট্রপতি - বিদ্যা দেবী ভান্ডারি।
◾সম্প্রতি 'Mukhyamantri Ddyam Kranti Yojana' চালু করল মধ্যপ্রদেশ সরকার।
- এই যোজনায় ৫০ লাখ অবধি সাবসিডি পাবে স্ব-নির্ভরতার জন্যে।
◾১৯৯৪ সালের রুয়ান্ডার টাস্টি জনগোষ্ঠীর গণহত্যার দিন টিকে স্মরণ করে ৭ এপ্রিল 'International Day of Reflection' পালন করলো UNESCO।
◾সম্প্রতি উত্তরাখন্ডে একটি পাইলট প্রজেক্ট চালু করলো পশু পালন মন্ত্রণালয়।
◾৬-৮ ই এপ্রিল ভারতে অনুষ্ঠিত হতে চলেছে 'Clean Energy Ministrial'(CEM) অফিসিয়াল মিটিং।
◾দরজায় দরজায় পার্সেল বিতরণের উদ্দেশ্যে ভারতীয় রেলওয়ে ও ভারতীয় ডাক বিভাগ মিলিত উদ্যোগে তৈরি করলো JPP(Joint Parcel Product)।
◾ ৭৫ তম সন্তোষ ট্রফি ২০২২ অনুষ্টিত হবে কেরালার মালাপ্পুরামে।
- এবছর ১০ টি দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে।