ডেইলি বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স - ৮ এপ্রিল ২০২২

 ◾International Romani Day পালিত হয় ৮ এপ্রিল তারিখে।

DCB ব্যাঙ্কের CEO ও MD পদে নিযুক্ত হলেন Murali M. Natarajan

  • DCB ব্যাঙ্কের সদর দপ্তর - মুম্বাই
  • প্রতিষ্টিত - ১৯৩০

Saraswati Samman 2021 পেলে বিখ্যাত কবি ও সাহিত্যিক প্রফেসর রামদরাস মিশ্র।

  • 'Mein To Yaha Hu' হিন্দি কবিতার জন্যে নির্বাচিত হয়েছেন তিনি।
  • তাঁর জন্ম উত্তরপ্রদেশের গোরখপুর জেলায়।

9th 'Khanjar 2022' জয়েন্ট মিলিটারি স্পেশাল ফোর্স এক্সারসাইজ অনুষ্টিত হল IndiaKyrgyzstan এর মধ্যে। 

Quacquarelli Symonds (QS) তালিকা অনুসারে সারা বিশ্বে Top 100 ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি কলেজের মধ্যে জায়গা পেলে ভারতের IIT Bombay( 65th) ও IIT Delhi (72nd)

  • প্রথম স্থানে আছে Massachusetts Institute Of Technology (MIT)

Bloomberg Billionaire Index 2022 তালিকায় ভারতের সবথেকে ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি।

◾'The Maverick Effect' নতুন বইটির লেখক হলেন Harish Mehta.

◾সম্প্রতি কোন রাজ্যে 'Sarhul Festival' পালিত হল - ঝাড়খন্ড।

'Tiger Of Drass: Capt Anuj Nayyar, 23, Kargil Hero' নতুন প্রকাশিত বইটি লিখেছেন - Meena Nayyar ও Himmat Singh.

◾'সন্থ নামদেও জাতীয় পুরস্কার' এ সম্মানিত হলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক ও প্রাক্তন রিসার্চার ও অ্যানালাইসিস ওইং ডিরেক্টর এ এস দুলাত।

◾সম্প্রতি রাশিয়া কে 'Human Rights Council' থেকে বহিস্কারের অনুমোদন দিল UN Assembly

India Education Summit 2022 এ সম্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

◾ঝাড়খন্ডের চন্ডিল জেলায় একটি ITI (Industrial Training Institute) গড়ার লক্ষ্যে MoU স্বাক্ষর করলো টাটা স্টিল ফাউন্ডেশন (TSF) ও ঝাড়খন্ড সরকার।

  • ঝাড়খন্ডের রাজধানী - রাঁচি।
  • মুখ্যমন্ত্রী- হেমন্ত সোরেন।
  • জনসংখ্যা - ৩.১৯ কোটি।

AAI (Airports Authority of India)'র সঙ্গে ইজারা চুক্তি স্বাক্ষর করলো উত্তর প্রদেশ রাজ্য সরকার।

Topic:  Bengali Current Affairs, Daily Bengali Current Affairs, Competitive Exam Current Affairs